ওল্ড ট্রাফোর্ডের ঘড়িতে তখন ১০৯ মিনিট। গোল করলেন লিঁও ফরোয়ার্ড আলেক্সান্দার লাকাজেত্তে। তাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মৌসুম কার্যত শেষ। কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগের এ ম্যাচে ৪-২ গোলে পিছিয়ে ইউনাইটেড। দুই লেগ মিলিয়ে পিছিয়ে থাকার ব্যবধান ৬-৪। অতিরিক্ত সময় শেষ হতে বাকি মাত্র ১১ মিনিট। গ্যালারি ছেড়ে ওল্ড ট্রাফোর্ডের গেট দিয়ে বাড়ির পথ ধরেন ইউনাইটেডের হাজারো সমর্থক। তাদের জন্য এই ম্যাচে আর কী বাকি থাকে!

রিও ফার্ডিনান্ডও তা–ই ভেবেছিলেন। ক্লাবটির সাবেক এ ডিফেন্ডার টিএনটি স্পোর্টসের ধারাভাষ্যে বলেন, ‘ইউনাইটেডের অলৌকিকের চেয়েও বেশি কিছু প্রয়োজন।’

ওল্ড ট্রাফোর্ডে ঠিক তারপরই অলৌকিত্ব ধরা দিল!

আরও পড়ুনইউনাইটেডের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শিশুটির চোখে পানি, ঠোঁটে হাসি৩ ঘণ্টা আগে

ম্যাচের বাকি তখন ৬ মিনিট। কাসেমিরো ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় ইউনাইটেড। ১১৪ মিনিটে স্পটকিক থেকে গোল করেন ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে ইউনাইটেডের আরেক মিডফিল্ডার কোবি মাইনোর জোরালো বাঁকানো শট আশ্রয় নেয় লিঁওর জালে। ফিরতি লেগে তখন ইউনাইটেড ৪-৪ গোলে সমতায়। টাইব্রেকারের সম্ভাবনা উঁকি দিচ্ছিল। তাতেও ইউনাইটেডের খুব বেশি স্বস্তি পাওয়ার কথা নয়। প্রায় ছয় সপ্তাহ আগে এই ওল্ড ট্রাফোর্ডেই এফএ কাপের পঞ্চম রাউন্ডে ফুলহামের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে। কিন্তু হ্যারি ম্যাগুয়ার ভেবেছেন অন্য কিছু।

ম্যাগুয়ারের হেডে গোলের পর উচ্ছ্বাসে ভেসে যায় গ্যালারি। ম্যাগুয়ার তাঁর সতীর্থদের নিয়ে উদ্‌যাপনে হন আত্মহারা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ