ইউরোপা লিগের দ্বিতীয় লেগের অতিরিক্ত সময়ের খেলা শেষ হতে আর মিনিট তিনেক বাকি। এমন সময়ে ম্যানচেস্টার ইউনাইটেড পিছিয়ে ছিল ৪-৩ গোলে। তখন টিভির পর্দায় দেখা যায় গ্যালারিতে কান্নায় ভেঙে পড়েছে রেড ডেভিলদের এক ক্ষুদে ভক্ত। ফুটবল অনিশ্চয়তার খেলা, তা আবারও প্রমাণ করল ইউনাইটেড। অতিরিক্ত সময়ের যোগ করা প্রথম মিনিটে সেই ক্ষুদে ভক্তকে আনন্দে আত্মহারা হয়ে উদযাপন করতে দেখা গেল!

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে ইউরোপিয়ান প্রতিযোগিতার লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড অন্যতম স্মরণীয় এক রাত উপহার দিল ফুটবলপ্রেমীদের। উত্থান-পতন, উত্তেজনা আর নাটকীয়তায় ভরা ম্যাচে ইউনাইটেড ৫-৪ ব্যবধানে হারাউ অলেম্পিক লিওকে। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের অগ্রগামিতায় শেষ চারে উঠে গেল রুবেন আমোরিমের দল।

ওল্ড ট্র্যাফোর্ডে চ্যাম্পিয়নস লিগের আলোয় অনেক বড় রাত পার করেছে ইউনাইটেড। তবে গতরাতের ম্যাচটি স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের জন্য আজীবনের গল্প হয়ে থাকবে। শুরু থেকে শেষ পর্যন্ত রোমাঞকর এক পরিবেশে ম্যাচটি খেলা হয়। আমোরিমের দল যখন ২-০ গোলে এগিয়ে ছিল, তখন মনে হচ্ছিল তারা সহজেই জয় পেয়ে যাবে। কিন্তু লিও ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায় ২-২ গোলে।

ম্যাচের ৮৯ মিনিটে লিও মিডফিল্ডার করেন্টিন তলিসো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে মনে হচ্ছিল ইউনাইটেডের দিকেই ম্যাচ ঝুঁকে গেছে। তবে নাটক তখনো শুরুই হয়নি। বিশ্বয়ের জন্ম দিয়ে একজন কম নিয়ে লিও দুই গোল করে ৪-২ ব্যবধানে এগিয়ে যায়, মোট অ্যাগ্রিগেট ৬-৪ তখন। ফরাসি ক্লাবটির শেষ চারে পৌছানো সময়ের ব্যাপার মনে হচ্ছিল তখন।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ