৩-১ এ পিছিয়ে পড়েও বার্সার ধ্রুপদী জয়
Published: 20th, April 2025 GMT
একেই মনে হয় বলে ‘চ্যাম্পিয়নস লাক’। লা লিগার ম্যাচে শনিবার (১৯ এপ্রিল) রাতে সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনা পিছিয়ে ছিল ৩-১ ব্যবধানে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় হান্সি ফ্লিকের দল। বার্সা তাদের ম্যাচজয়ী গোলটা করে খেলার ৯৮তম মিনিটে!
শনিবার এক রোলার-কোস্টার ম্যাচে সেল্টার বিপক্ষে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। রাফিনহার যোগকরা সময়ের পেনাল্টি থেকে পাওয়া গোলটার সুবাদে ৩ পয়েন্ট নিশ্চিত হয় কাতালান জায়ান্টদের। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে লিগ টেবিলে সাত পয়েন্ট এগিয়ে থাকাটা নিশ্চিত হলো তাদের।
ঘরের মাঠ অলিপমিক লুইস স্টেডিয়ামে বার্সেলোনা ১২তম মিনিটে এগিয়ে যায়। ফরোয়ার্ড ফেরান তোরেস এগিয়ে দেয় তাদের। তবে সেই লিড মাত্র মিনিট তিনেক ধরে রাখতে পারে তারা। গোলরক্ষক ভয়েচেক সেজনির একটি ক্রস ভুলভাবে সামলানোর ফলে সেল্টার বরজা ইগলেসিয়াস গোল করে সমতা আনেন।
আরো পড়ুন:
এমবাপ্পের লাল কার্ড, এক ম্যাচের জন্য নিষিদ্ধ
১০ জনের রিয়ালের কষ্টার্জিত জয়, এমবাপ্পের প্রথম লাল কার্ড
স্প্যানিশ ফরোয়ার্ড ইগলেসিয়াস বিরতির ৫২ ও ৬২ মিনিটের মধ্যে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। গোল দুটির ক্ষেত্রেই একই কায়দায় গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। তখন মনে হচ্ছিল বার্সা নিশ্চিত্তভাবেই এই ম্যাচে পয়েন্ট হারাতে যাচ্ছে। তবে দুই রাত আগে ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের ১০ মিনিটের মধ্যে ৩ গোল করে ম্যাচ জয়টা মনে হয় টনিক দিয়েছিল বার্সাকে।
বার্সার বদলি খেলোয়াড় দানি ওলমো ও রাফিনহা মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে। ম্যাচের ৬৪ ও ৬৮ মিনিটের দুই গোলের সুবাদে ৩-৩ গোলের সমতায় আসে ম্যাচ।
সফরকারী সেল্টা তখনও লড়ে যাচ্ছিল, কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ওলমোর ওপর ফাউলের জন্য একটি পেনাল্টি দেওয়া হয়। ভিএআর চেকের পর নিশ্চিত হয় পেনাল্টি। রাফিনহা এরপর ৯৮তম মিনিটে বলটি জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন।
৩২ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৬৬ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে
জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক-নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।
আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ‘জরুরি সভায়’ এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে, সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে।
তবে গণভোট কবে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের ওপর ছেড়ে দিয়েছে ঐকমত্য কমিশন। সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কি জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হবে, নাকি আগে হবে। এসব সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এ রকম পরিস্থিতিতে আজ জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল