মাত্র ৩২ রানেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে এরপর ধৈর্য আর দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস মেরামতের কাজটা এগিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তাদের অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে প্রথম সেশন শেষে কিছুটা স্বস্তি পেয়েছে টাইগাররা।

রোববার সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচের প্রথম দিনে লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৮৪ রান। শান্ত ৪৩ বল খেলে পাঁচটি চার মেরে অপরাজিত ৩০ রানে, আর মুমিনুল ৪৬ বলে দুটি চারে অপরাজিত ২১ রানে ব্যাট করছেন। এই জুটির পঞ্চাশ পূর্ণ হয় ৭৭ বলে।

ইনিংসের শুরুটা অবশ্য ছিল হতাশাজনক। প্রথম ঘণ্টাতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দুইজনকেই ফিরিয়ে বাংলাদেশকে চাপে ফেলেন জিম্বাবুয়ের পেসার ভিক্টর নিয়াউচি। তবে সেই ধাক্কা সামলে ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নিচ্ছেন শান্ত-মুমিনুল। এখন দেখার বিষয়, লাঞ্চের পর তারা এই জুটি কতদূর টেনে নিতে পারেন।

রিভিউ হারাল জিম্বাবুয়ে

নাজমুল হোসেন শান্তর বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব‍্যর্থ হলো জিম্বাবুয়ে। রিচার্ড এনগারাভার ডেলিভারি নাজমুল হোসেন শান্তর প্যাডে লাগে। জোরাল আবেদন করেন জিম্বাবুয়ে ফিল্ডাররা। আম্পায়ার সাড়া না দেয়ায় রিভিউ নেন ক্রেইগ আরভিন। দেখা যায় স্টাম্পের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে বল। রিভিউ নষ্ট হয় রোডেশিয়ানদের। ২০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬৬। ২৭ বলে তিন চারে ১৯ রানে খেলছেন শান্ত। ৩৭ বলে এক চারে মুমিনুল হকের রান ১৫।

৩২ রানেই দুই ওপেনারকে হারাল বাংলাদেশ

শুরুতে সাবধানী খেললেও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশে দুই ওপেনার। দলকে চাপে রেখে মাত্র ৩২ রানেই সাজঘরে ফিরতে হয়েছে সাদমান ও জয়কে। দুজনেই শিকার হয়েছেন জিম্বাবুয়ের পেসার ভিক্টর এনাউচির বলে। ২৩ বলে ১২ রান করেন সাদমান। জয় করেন ৩৫ বলে ১৪ রান। জিম্বাবুয়ের কিপার সহজ ক্যাচ না ফেললে বিদায় নিতে পারতেন মুমিনুল হকও।

চার নম্বরে মাঠে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩২ রানে ব্যাট করছে বাংলাদেশ। মুমিনুল ও শান্ত এখনও রানের খাতা খুলতে পারেননি।

সাবধানী শুরুর পর সাজঘরে সাদমান

দিনের শুরুটা ভালোই করে বাংলাদেশ। জয়-সাদমান মিলে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে থাকে। কিন্তু নবম ওভারে ভিক্টর এনাউচির বলে খোঁচা মেরে বিদায় নিয়েছেন সাদমান ইসলাম। এ দিন ২৩ বলে ১২ রান আসে তার ব্যাটে। ওপেনিং জুটিতে ৮.

৩ ওভারে বাংলাদেশ করে ৩১ রান। তিন নম্বরে মাঠে নেমেছেন মুমিনুল হক। ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩২ রানে ব্যাট করছে বাংলাদেশ জয় ১৪ ও মুমিনুল ০ রানে ব্যাট করছেন। 

বাংলাদেশের একাদশে তিন পেসারের সঙ্গে মেহেদী হাসান মিরাজসহ আছেন দুই স্পিনার। পেস বিভাগে নাহিদ রানার সঙ্গে আছেন সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। স্পিনে মিরাজের সঙ্গে বাঁহাতি তাইজুল ইসলাম। কিপিং গ্লাভস থাকছে জাকের আলির হাতে। ওপেনিংয়ে জাকির হাসানকে টপকে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়। 

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ভিক্টর এনাউচি।

উৎস: Samakal

কীওয়ার্ড: ম ম ন ল হক ব য ট করছ ৩২ র ন উইক ট ইসল ম

এছাড়াও পড়ুন:

মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার

প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা। 

কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।

মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ। 

এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা। 

কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে। 

কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে। 

ঢাকা/ইমরান/রফিক

সম্পর্কিত নিবন্ধ