বরিশালে মধ্যরাতে সাদিক অনুসারী আ.লীগের ব্যানারে মিছিল
Published: 21st, April 2025 GMT
বরিশাল নগরীতে বুধবার মধ্যরাতে আওয়ামী লীগের পক্ষে বিক্ষোভ মিছিল করেছেন একদল যুবক। রাত ১১টার দিকে নগরের রাজা বাহাদুর সড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা মহানগর আওয়ামী লীগের ব্যানার বহন করেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা আনুমানিক ১৫ জন। তবে মিছিলে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দায়িত্বশীল কাউকে দেখা যায়নি। মিছিলকারীরা ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।
মিছিলকারীরা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পক্ষে নানা নানা শ্লোগান ও ‘বরিশালের মাটি-সাদিক আব্দুল্লাহ ঘাঁটি’ স্লোগান দেন। সাদিক আব্দুল্লাহ বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বাবা বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ জেলা আওয়ামী লীগের সভাপতি। মিছিলের ব্যানারে হাসানাত আব্দুল্লাহ ও সাদিক আব্দুল্লাহর ছবি ছিল।
রাজা বাহাদুর সড়ক হল বরিশাল জেলা ও বিভাগীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের আবাসিক এলাকা। বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসকসহ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বাসভবন এই সড়কে।
প্রসঙ্গত, সরকার পতনের আগ পর্যন্ত হাসানাত-সাদিক আব্দুল্লাহবিরোধী আরেকটি গ্রুপ মহানগর আওয়ামী লীগে সক্রিয় ছিল। যার নেতৃত্ব দিতেন হাসানাতের ভাই সাবেক সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। আওয়ামী লীগের পতনের পর এই গ্রুপটি নগরীতে কোনো মিছিল করেনি। সাদিক অনুসারীরা গেল রমজান মাসের আগে মধ্যরাতে রাতে অন্তত তিনটি মিছিল করেছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: বর শ ল আওয় ম ল গ বর শ ল র আওয
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প
বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।
এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।
ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়