বরিশালে মধ্যরাতে সাদিক অনুসারী আ.লীগের ব্যানারে মিছিল
Published: 21st, April 2025 GMT
বরিশাল নগরীতে বুধবার মধ্যরাতে আওয়ামী লীগের পক্ষে বিক্ষোভ মিছিল করেছেন একদল যুবক। রাত ১১টার দিকে নগরের রাজা বাহাদুর সড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা মহানগর আওয়ামী লীগের ব্যানার বহন করেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা আনুমানিক ১৫ জন। তবে মিছিলে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দায়িত্বশীল কাউকে দেখা যায়নি। মিছিলকারীরা ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।
মিছিলকারীরা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পক্ষে নানা নানা শ্লোগান ও ‘বরিশালের মাটি-সাদিক আব্দুল্লাহ ঘাঁটি’ স্লোগান দেন। সাদিক আব্দুল্লাহ বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বাবা বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ জেলা আওয়ামী লীগের সভাপতি। মিছিলের ব্যানারে হাসানাত আব্দুল্লাহ ও সাদিক আব্দুল্লাহর ছবি ছিল।
রাজা বাহাদুর সড়ক হল বরিশাল জেলা ও বিভাগীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের আবাসিক এলাকা। বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসকসহ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বাসভবন এই সড়কে।
প্রসঙ্গত, সরকার পতনের আগ পর্যন্ত হাসানাত-সাদিক আব্দুল্লাহবিরোধী আরেকটি গ্রুপ মহানগর আওয়ামী লীগে সক্রিয় ছিল। যার নেতৃত্ব দিতেন হাসানাতের ভাই সাবেক সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। আওয়ামী লীগের পতনের পর এই গ্রুপটি নগরীতে কোনো মিছিল করেনি। সাদিক অনুসারীরা গেল রমজান মাসের আগে মধ্যরাতে রাতে অন্তত তিনটি মিছিল করেছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: বর শ ল আওয় ম ল গ বর শ ল র আওয
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২০.৫৬ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৪.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৯.৭০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রহিমা ফুড
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১৬.১৯ শতাংশ, সিঙ্গার বাংলাদেশের ১১.৪৭ শতাংশ, এনআরবি ব্যাংকের ১০.৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০.৪২ শতাংশ, বে-লিজিংয়ের ৯.৮০ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৯.৭২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৯.৫২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.২৬ শতাংশ ও ফারইস্ট ফাইন্যান্সের ৮.৮২ শতাংশ শেয়ার দর কমেছে।
ঢাকা/এনটি/ফিরোজ