ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনায় অগ্রগতি
Published: 22nd, April 2025 GMT
ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য আলোচনা নিয়ে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যৌথ বিবৃতিতে ভারত-যুক্তরাষ্ট্র ক্যাটালাইজিং অপরচুনিটিজ ফর মিলিটারি পার্টনারশিপ, এক্সিলারেটেড কমার্স ও টেকনোলজির (কমপ্যাক্ট) উদ্যোগের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে। এতে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) নিয়ে আলোচনায় অগ্রগতির কথা তুলে ধরা হয়েছে। ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদির বৈঠকে এই চুক্তির আলোচনা শুরু হয়েছিল।
রাষ্ট্রদূত গ্রিয়ার বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ও ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় পারস্পরিক বাণিজ্য আলোচনার রূপরেখা চূড়ান্ত করেছে। বর্তমানে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্কে ভারসাম্যের অভাব রয়েছে, যা আমাদের শ্রমিকদের ক্ষতির কারণ।
তিনি আরও বলেন, এই আলোচনার মাধ্যমে সেই অসমতা দূর করে মার্কিন পণ্যের জন্য নতুন বাজার সৃষ্টি এবং অন্যায্য বাণিজ্য চর্চার অবসান ঘটানো যাবে। ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত গঠনমূলক অংশগ্রহণ দেখা গেছে, যা আমরা স্বাগত জানাই। আমি বিশ্বাস করি, এই আলোচনা উভয় দেশের শ্রমিক, কৃষক ও উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগের দ্বার খুলে দেবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য ক তর ষ ট র
এছাড়াও পড়ুন:
ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি
ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।
বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।
বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।
অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।
অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/রফিক