বাংলাদেশ পুলিশের নতুন মনোগ্রাম বা লোগো এবং ইউনিফর্মের বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন লোগোতে রয়েছে পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, দুই পাশে ধান ও গমের শীষের ছবি। উপরের অংশে তিনটি পাটপাতা যুক্ত, নিচে লেখা ‘পুলিশ’। 

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, প্রজ্ঞাপন জারি হওয়ায় এখন পুলিশের পোশাক, যানবাহন, সাইনবোর্ড, স্থাপনা ও নথিপত্রসহ সব কিছুতেই এই লোগো ব্যবহার করতে হবে। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়ে এর আগেই পুলিশের সব ইউনিটে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে জেলা বা ইউনিটের ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রীতে পরিবর্তিত লোগো ব্যবহারের জন্য প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়। 

সংশ্লিষ্টরা জানান, পুলিশের নতুন লোগোতে বাদ দেওয়া হয়েছে পাল তোলা নৌকা। লোগোর পাশাপাশি নতুন পোশাকের বিশদ বর্ণনাও রয়েছে প্রজ্ঞাপনে।

ক্ষমতার পটপরিবর্তনের পর পুলিশ বাহিনীর সংস্কারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১১ আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোতে পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়। পরদিন পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) মোহাম্মদ আতাউল কিবরিয়াকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নিষেধাজ্ঞা মেসির পিছু ছাড়ছে না, এবার নিষিদ্ধ হলেন তাঁর দেহরক্ষী

কদিন আগে মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে গেছে নানা কাণ্ড। অল স্টার ম্যাচে না খেলার কারণে এই নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল মেসিকে। এমএলএসের এমন সিদ্ধান্তে নাকি একেবারেই খুশি হননি মেসি।

তবে সেই ঘটনার রেশ কাটার আগেই নতুন করে আরেকটি নিষেধাজ্ঞার খবর পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার অবশ্য মেসি নিজে নন, নিষিদ্ধ হয়েছে তাঁর দেহরক্ষী। সূত্রের বরাত দিয়ে মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকোর লিগস কাপে নিষিদ্ধ হওয়ার খবরটি দিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন।

এর আগে লিগস কাপের শৃঙ্খলা কমিটি জানায়, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের এক সদস্যকে বুধবার রাতে আটলাসের বিপক্ষে ম্যাচের পর ঘটে যাওয়া একটি ঘটনার কারণে টুর্নামেন্টের বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে। পরে সূত্র থেকে সেই সদস্য মেসির দেহরক্ষী বলে নিশ্চিত হয় ইএসপিএন।

আরও পড়ুননিষিদ্ধ হয়ে ‘প্রচণ্ড মর্মাহত’ মেসি, মায়ামি সহমালিক বললেন, নিষেধাজ্ঞার নিয়মটি ‘নির্মম’২৬ জুলাই ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা কমিটি জানিয়েছে, ৩০ জুলাই ইন্টার মায়ামি বনাম ক্লাব আটলাস ম্যাচের পর, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের একজন সদস্য পরিচয়পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে নিয়মবর্হিভূত আচরণ করেছেন।

নিষেধাজ্ঞার কারণে এক ম্যাচ খেলতে পারেননি মেসি

সম্পর্কিত নিবন্ধ