সালিশে দাওয়াত না দেওয়ায় হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
Published: 23rd, April 2025 GMT
পটুয়াখালীর বাউফলে সালিশ বৈঠকে দাওয়াত না দেওয়ায় হামলার অভিযোগ উঠেছে কালাইয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসীম পঞ্চায়েতের (৪৫) বিরুদ্ধে।
এ ঘটনায় মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগী সালিশদার মফিজ মাতব্বর (৪৩) বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে।
এর আগে, একই দিন বিকেলে উপজেলার কালাইয়া ইউনিয়নের কাপুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন:
নড়াইলে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতার হাত বিচ্ছিন্ন
কুষ্টিয়ায় মাজারে মাদক বিরোধী অভিযানে বাধা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালাইয়া ইউনিয়নের কপুরকাঠি গ্রামের বাসিন্দা জাকির হাওলাদার তার ভাতিজা মাহবুব হাওলাদার ও রিয়াজ হাওলাদারের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে থানায় অভিযোগ করেন। পুলিশ তদন্তে গেলে দুই পক্ষ বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করবেন বলে জানান। পরে স্থানীয় মফিজ মাতব্বরকে সালিশদার মেনে উভয়পক্ষ একটি সালিশ বৈঠকের আয়োজন করে।
মঙ্গলবার বিকেলে সালিশ বৈঠক শুরু হওয়ার কিছু সময় পরেই জসীম পঞ্চায়েত তার কয়েকজন সহযোগীসহ সেখানে উপস্থিত হন। পরে সেই সালিশ পণ্ড করে মফিজ মাতব্বরকে গালাগালি ও মারধর করেন। এছাড়া, উপস্থিত অনেককে মারধরসহ হুমকি-ধমকি দেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সালিশে দাওয়াত না পেয়ে জসীম ক্ষিপ্ত হন। এর আগে, তিনি নিজে সালিশ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তাকে না ডেকে মফিজ মাতব্বরকে সালিশদার করা হয়। এই কারণেই তিনি হামলা চালিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে জসীম পঞ্চায়েতের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
ঢাকা/ইমরান/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নায়িকা হতে আসিনি, তবে...
গুটি, সুড়ঙ্গ, মাইশেলফ অ্যালেন স্বপন থেকে ওমর—সব সিনেমা-সিরিজেই প্রশংসিত হয়েছে আইমন শিমলার অভিনয়। অল্প সময়ের উপস্থিতিতেও নিজের ছাপ রাখতে পেরেছেন এই তরুণ অভিনেত্রী। ধূসর চরিত্রেও তিনি সাবলীল, অন্য তরুণ অভিনেত্রীদের থেকে এখানেই আলাদা শিমলা। তবে একটা কিন্তু আছে। এখন পর্যন্ত তাঁর অভিনীত আলোচিত চরিত্রগুলোর সবই চাটগাঁইয়া। শিমলা নিজে চট্টগ্রামের মেয়ে, একটা সময় পর্যন্ত বন্দরনগরীর বাইরে চেনাজানা ছিল সীমিত। এক সিরিজে তাঁর চাটগাঁইয়া ভাষা আলোচিত হওয়ায় পরপর আরও কাজে তাঁকে চাটগাঁইয়া চরিত্রের জন্য ভেবেছেন নির্মাতা।
এ প্রসঙ্গ দিয়েই অভিনেত্রীর সঙ্গে আলাপের শুরু করা গেল। শিমলা জানালেন, এ নিয়ে তাঁর নিজেরও অস্বস্তি আছে। চেষ্টা করছেন ‘চাটগাঁইয়া দুনিয়া’র বাইরে যেতে। সঙ্গে এ–ও জানিয়ে রাখলেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর নিজের চরিত্র পছন্দ করে নেওয়ার সুযোগ কমই ছিল।
‘বেশির ভাগ ক্ষেত্রেই শুটিংয়ের ঠিক আগে জেনেছি চরিত্রটি সম্পর্কে। তখন তো কিছু করার থাকে না। তবে যেসব কাজ করেছি, সবই আলোচিত পরিচালক আর অভিনয়শিল্পীদের সঙ্গে; এ অভিজ্ঞতার মূল্যও কম নয়। শিহাব (শিহাব শাহীন) ভাইয়ের সঙ্গে মাইশেলফ অ্যালেন স্বপন, কাছের মানুষ দূরে থুইয়া, রবিউল আলম রবি ভাইয়ের সঙ্গে ফরগেট মি নট আমাকে সমৃদ্ধ করেছে। এ ছাড়া (শহীদুজ্জামান) সেলিম ভাইয়ের কথা বিশেষভাবে বলব। সুড়ঙ্গ ও ওমর—দুই সিনেমায় তিনি আমাকে অনেক সাহায্য করেছেন,’ বলছিলেন তিনি।
ঈদে মুক্তি পাওয়া এম রাহিমের সিনেমা জংলিতেও আছেন শিমলা। এ ছবিতে অবশ্য তাঁর চরিত্রটি চাটগাঁইয়া ভাষায় কথা বলে না। সে জন্য সিনেমাটি নিয়ে তিনি বেশি উচ্ছ্বসিত। ‘মুক্তির পর থেকে সিনেমা তো বটেই, আমার অভিনীত চরিত্রটি নিয়ে প্রশংসা পাচ্ছি কিন্তু দুঃখের কথা, আমি নিজেই এখনো দেখতে পারিনি। ব্যক্তিগত ঝামেলা, শুটিংয়ে ব্যস্ততার কারণে সম্ভব হয়নি। শিগগিরই আমার টিমের সঙ্গে দেখতে চাই,’ বলছিলেন তিনি।
আইমন শিমলা