‘ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি, সত্যি কথা’—দায় নিলেন নাজমুল
Published: 23rd, April 2025 GMT
নাজমুল হোসেন টিকে থেকে ভালো কিছু করবেন, এমন আশা নিয়েই সিলেট টেস্টের চতুর্থ দিনটা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দিনের দ্বিতীয় বলে গিয়েই কিনা বাংলাদেশ অধিনায়ক আউট ফাঁদে পা দিয়ে, ব্লেসিং মুজারাবানির বাউন্সারে অবিবেচকের মতো শট খেলে।
এই আউটেই যেন বদলে গেল সব। বাংলাদেশ আর খুব বেশি দূর যেতে পারেনি। ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে দিন শুরু করা দলটি অলআউট ২৫৫ রানে। তাতে জিম্বাবুয়েকে নাজমুলরা দিতে পারেন ১৭৪ রানের লক্ষ্য। ওই রান যথেষ্ট হয়নি, জিম্বাবুয়ে ম্যাচটি জিতে গেছে ৩ উইকেটে।
‘আজকের ম্যাচ নিয়ে যদি আমাকে জিজ্ঞেস করেন, ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি, সত্যি কথা। সকালে ওই আউটটাতে আমার মনে হয় পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে।নাজমুল হোসেন, অধিনায়ক, বাংলাদেশতাঁর আউটে যে ম্যাচটা পুরোপুরি জিম্বাবুয়ের দিকে হেলে পড়ে, ম্যাচ শেষে সেটি স্বীকার করে নিতে একটুও ইতস্তত করেননি নাজমুল। হারের দায় কাঁধে নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আজকের ম্যাচ নিয়ে যদি আমাকে জিজ্ঞেস করেন, ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি, সত্যি কথা। সকালে ওই আউটটাতে আমার মনে হয় পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে। ওখানে যদি একটা ৫০-৬০ রানের জুটি হতো, তাহলে হয়তো ২২০ বা এর বেশি রান হলে কিন্তু আমরা ভালো অবস্থানে থাকতাম। (হারের) পুরো দায়ভার আমি নিতে চাই। খুব বাজে সময়ে আউট হয়েছি।’
ম্যাচশেষে কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যারা ছোট পর্দায় কাজ করি, সবারই লক্ষ্য থাকে বড় পর্দা: জোভান
ফারহান আহমেদ জোভান