শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৪ বছর। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীর শান্তিনগরের বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তার ছেলে ময়নুল আবেদিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

১৯৪৬ সালে জয়নুল আবেদিন ও জাহানারা বিয়ে করেন। শিল্পাচার্য ১৯৭৬ সালে মারা যান। সেই থেকে স্বামীর স্মৃতিজড়িত শান্তিনগরের বাড়িতে বাস করছিলেন জাহানারা।

ময়নুল আবেদিন বলেন, ‘আমার মেজ ভাই অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন। তিনি আসার পর রোববার দুপুরে মিরপুরের বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে। মরদেহ এখন বারডেম হাসপাতালের হিমঘরে রাখা আছে।’

শ্রদ্ধা নিবেদনের জন্য জাহানারা আবেদিনের মরদেহ আগামী রোববার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নেওয়া হবে। এরপর জোহর নামাজের পর ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু অক্টোবরে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি অক্টোবরে শুরু করতে চায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী জুনের মধ্যে বদলির সফটওয়্যার তৈরির কাজ শেষ করা হবে। এরপর নীতিমালা মেনে বদলি চালু হবে।

গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন মাউশির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। এর আগে গত মঙ্গলবার বদলির সফটওয়্যার তৈরিতে গঠিত কমিটির সভায় এ পথনকশা ঘোষণা করা হয়।

সম্পর্কিত নিবন্ধ