ডিম, দুধের পর ম্যাচসেরার পুরস্কার ভেড়ার বাচ্চা—নরওয়ের ক্লাবের কেন এমন উদ্যোগ
Published: 25th, April 2025 GMT
ঐতিহ্যটা তাহলে ধরে রেখেই চলেছে ব্রাইন এফকে!
নরওয়ের এই ফুটবল ক্লাব গত মাসে ম্যাচসেরার পুরস্কার দিয়েছিল চার ট্রে ডিম। এ মাসের শুরুতে দেওয়া হয়েছে কয়েক কার্টন দুধ। আর সোমবার রাতে ম্যাচসেরার হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হচ্ছে একটি আস্ত ভেড়ার বাচ্চা!
এই পুরস্কার পেয়ে খুশিতে আটখানা অ্যাক্সেল ক্রাইগার। ২৭ বছর বয়সী ক্রাইগার ব্রাইন এফকের ডিফেন্সিভ মিডফিল্ডার।
সোমবার নরওয়ের শীর্ষ লিগ এলিটসেরিয়েনের ম্যাচে হেগসুন্দকে ৩–১ গোলে হারায় ব্রাইন। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ক্রাইগার। ৮৬ মিনিটে মাঠ ছাড়ার আগপর্যন্ত তিনি দারুণ খেলেন। সেটির পুরস্কার হিসেবে পেয়েছেন সাদা ফুটফুটে ভেড়ার বাচ্চা। মেষশাবক হাতে ক্রাইগারের ছবি ব্রাইনই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে।
গত মাসে একটি ম্যাচে সেরা খেলোয়াড় হয়ে ডিম উপহার পেয়েছিলেন ব্রাইন গোলকিপার ইয়ান দে বোয়ের.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নরওয়ের গ্র্যান্ডমাস্টারকে রুখে দিয়ে বিশ্বকাপে দারুণ শুরু মননের, ফাহাদের হার
বিশ্বকাপ দাবায় দারুণ শুরু করেছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা। ভারতের গোয়ায় আজ শুরু হওয়া প্রতিযোগিতায় নরওয়ের ২৬৩১ রেটিংধারী ২৬ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার আরিয়ান তারির সঙ্গে ড্র করেছেন।
ভারতের গোয়ায় চলছে বিশ্বকাপ দাবা