দড়ি ছিঁড়ে দৌড় দেওয়া মহিষকে ধরতে মালিকের বিরামহীন ৩০ ঘণ্টা
Published: 25th, April 2025 GMT
এক জোড়া মহিষকে পুকুরে গোসল করাতে নামিয়েছিলেন মালিক। হঠাৎ জোড়া ভেঙে একটি মহিষ পুকুর থেকে উঠে দৌড় দেয়। সেটা গতকাল বৃহস্পতিবার দুপুরের ঘটনা। সারা দিন মহিষটা এ গ্রাম থেকে সে গ্রামে দৌড়ে বেড়ায়। মালিক ধরতে পারেন না। এভাবে সারা রাত যায়। মহিষটি এক উপজেলা থেকে আরেক উপজেলায় যায়। শেষ পর্যন্ত আজ শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলার দুটি বিলের অন্তত ১০ বিঘা ভুট্টাখেত নষ্ট করার পরে দড়ির ফাঁদ পেতে গ্রামবাসী মহিষটাকে আটকাতে সক্ষম হন। ততক্ষণে মহিষের গুঁতায় ও লাথিতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে আনারুল ইসলাম ও মাজেদুল ইসলাম নামের দুজনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আনারুল কোমরে আঘাত পেয়েছেন আর মাজেদুলের নাক ফেটে গেছে।
মহিষের মালিকের নাম এমদাদুল হক। তাঁর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার আরিপপুর গ্রামে। তিনি জানান, বৃহস্পতিবার বেলা একটার দিকে আরিপপুর মাঠে একটি সরকারি পুকুরে তিনি জোড়া বেঁধে দুটি মহিষকে গোসল করাতে নামান। হঠাৎ জোড়া ভেঙে দড়ি ছিঁড়ে একটি মহিষ দৌড়াতে শুরু করে। এমদাদুলও মহিষের পেছন পেছন দৌড়াতে শুরু করেন।
এমদাদুল হকের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহিষটা কিছুতেই ধরা দিচ্ছে না—এই খবর পেয়ে আত্মীয়স্বজনেরাও তাঁর সঙ্গে মহিষের পেছনে যেতে শুরু করেন। সারা দিন বাঘা উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে মহিষটি রাতের বেলায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের ভেতরে ঢুকে পড়ে। রাতের অন্ধকারে তাঁরা মহিষটার নিশানা আর খুঁজে পাননি। সারা রাত গ্রামের আশপাশে তাঁরা মহিষের অপেক্ষায় থাকেন। তিন-চারটি মোটরসাইকেল নিয়ে আরও কয়েকজন বিভিন্ন এলাকায় মহিষের খোঁজ করতে থাকেন।
পুঠিয়া উপজেলার দইপাড়া ও দুলবপুর গ্রামের লোকজন সন্ধ্যার একটু আগে মহিষটিকে ধরে ফেলেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল র
এছাড়াও পড়ুন:
ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।
এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে, এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/ইভা