গাজীপুরে ইজারাদার ও হকারদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
Published: 25th, April 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে ফুটপাতের অস্থায়ী বাজারে খাজনা আদায়কে কেন্দ্র করে ইজারাদার ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, বন্ধ রয়েছে ফুটপাতের দোকানপাট।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কিছু দিন ধরে ইজারাদারের লোকজন ফুটপাতের দোকানিদের কাছ থেকে খাজনা আদায় শুরু করলে অসন্তোষ দেখা দেয়। শুক্রবার খাজনা আদায় করতে গেলে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
মাওনা বাজারের ইজারাদার মো.
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক হকার বলেন, “আমরা বহু বছর ধরে এখানে ব্যবসা করি। কোনো দিন খাজনা দেইনি। এখন জোর করে রসিদ ধরিয়ে টাকা আদায় করা হচ্ছে। আমরা অতিরিক্ত খাজনার বিরুদ্ধে কথা বললে তারা হামলা করে।”
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজন মালাকার জানিয়েছেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, “মাওনা চৌরাস্তার অস্থায়ী বাজারের বৈধ ইজারা দেওয়া হয়েছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ঢাকা/রফিক/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইজ র দ র স ঘর ষ
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল