জয় দিয়ে নেপাল সফর শেষ করেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। পাঁচ ম্যাচের সিরিজের শেষ ম্যাচে ২৮-২৩ পয়েন্টে স্বাগতিক নেপালকে হারিয়েছে শ্রাবণী-বৃষ্টিরা। যদিও সিরিজের আগেই ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছিল নেপাল, শেষ ম্যাচে জয় পেয়ে সম্মানজনকভাবে সফর শেষ করেছে লাল-সবুজরা।
শুক্রবার নেপালের ললিতপুরের সাতদোবাতোর তায়কোয়ান্দো হলে অনুষ্ঠিত হয় সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। প্রথমার্ধে বাংলাদেশ পিছিয়ে ছিল ৭ পয়েন্টে। বিরতির আগে নেপালের ১৪ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ৭। অষ্টম মিনিটে একটি লোনা আদায় করে স্বাগতিকরা, যা প্রথমার্ধে ব্যবধান গড়ে দেয়। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে একের পর এক পয়েন্ট তুলতে থাকে বাংলাদেশ। দুটি লোনা সহ ২১ পয়েন্ট তুলে নিয়ে শেষ পর্যন্ত ৫ পয়েন্টের জয় নিশ্চিত করে সফরকারীরা।
সিরিজে শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের। প্রথম ম্যাচে ৪১-১৮ ও দ্বিতীয় ম্যাচে ২৯-২২ ব্যবধানে হেরে যায় দলটি। তৃতীয় ম্যাচে ফিরে আসে আত্মবিশ্বাস, জয় পায় ২৬-২৩ ব্যবধানে। তবে চতুর্থ ম্যাচে ২১-১৭ ব্যবধানে পরাজয়ে সিরিজ হাতছাড়া হয়। শেষ ম্যাচের জয়টা তাই স্বান্তনার হলেও গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস এনে দিয়েছে মেয়েদের মধ্যে।
সফর শেষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘এই সিরিজে আমাদের মেয়েরা ধারাবাহিক উন্নতি করেছে। বিশ্বকাপের আগে কোন জায়গায় উন্নতির দরকার, তা চিহ্নিত করা গেছে। মেয়েরা যে আত্মবিশ্বাস অর্জন করেছে, তা বিশ্বকাপে কাজে দেবে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবধ ন
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।