জয় দিয়ে নেপাল সফর শেষ করেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। পাঁচ ম্যাচের সিরিজের শেষ ম্যাচে ২৮-২৩ পয়েন্টে স্বাগতিক নেপালকে হারিয়েছে শ্রাবণী-বৃষ্টিরা। যদিও সিরিজের আগেই ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছিল নেপাল, শেষ ম্যাচে জয় পেয়ে সম্মানজনকভাবে সফর শেষ করেছে লাল-সবুজরা।

শুক্রবার নেপালের ললিতপুরের সাতদোবাতোর তায়কোয়ান্দো হলে অনুষ্ঠিত হয় সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। প্রথমার্ধে বাংলাদেশ পিছিয়ে ছিল ৭ পয়েন্টে। বিরতির আগে নেপালের ১৪ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ৭। অষ্টম মিনিটে একটি লোনা আদায় করে স্বাগতিকরা, যা প্রথমার্ধে ব্যবধান গড়ে দেয়। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে একের পর এক পয়েন্ট তুলতে থাকে বাংলাদেশ। দুটি লোনা সহ ২১ পয়েন্ট তুলে নিয়ে শেষ পর্যন্ত ৫ পয়েন্টের জয় নিশ্চিত করে সফরকারীরা।  

সিরিজে শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের। প্রথম ম্যাচে ৪১-১৮ ও দ্বিতীয় ম্যাচে ২৯-২২ ব্যবধানে হেরে যায় দলটি। তৃতীয় ম্যাচে ফিরে আসে আত্মবিশ্বাস, জয় পায় ২৬-২৩ ব্যবধানে। তবে চতুর্থ ম্যাচে ২১-১৭ ব্যবধানে পরাজয়ে সিরিজ হাতছাড়া হয়। শেষ ম্যাচের জয়টা তাই স্বান্তনার হলেও গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস এনে দিয়েছে মেয়েদের মধ্যে।

সফর শেষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘এই সিরিজে আমাদের মেয়েরা ধারাবাহিক উন্নতি করেছে। বিশ্বকাপের আগে কোন জায়গায় উন্নতির দরকার, তা চিহ্নিত করা গেছে। মেয়েরা যে আত্মবিশ্বাস অর্জন করেছে, তা বিশ্বকাপে কাজে দেবে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবধ ন

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ