মাত্র ৭ বছর বয়সে যার অভিনয় ক্যারিয়ারের শুরু, ২৩ বছর বয়সে তাঁকে পরিণত অভিনয়শিল্পী বলাই যায়। মার্কিন অভিনেত্রী স্যাডি সিঙ্ক নিজেও বলছেন, কেবল অভিনয়শিল্পী হিসেবে নয়, কম বয়সে কাজ শুরু করাটা তাঁকে ব্যক্তি হিসেবেও পরিণত করেছে। মার্কিন অনলাইন গণমাধ্যম একসেস হলিউডের সঙ্গে আলাপে এ প্রসঙ্গে স্যাডির ভাষ্য, ‘আমার বেড়ে ওঠা অন্যদের চেয়ে আলাদা। কারণ, অল্প বয়স থেকেই আমাকে কাজ নিয়ে ভাবতে হতো। অভিনয় নিয়ে এই দীর্ঘ অভিজ্ঞতা নিজের জীবনদর্শনেও প্রভাব ফেলেছে।’
ভাইয়ের সঙ্গে ৭ বছর বয়সে ডিজনির একটি সিরিজ করেন। ১০ বছর বয়সে নাম লেখান মঞ্চে। এরপর অনেক কিছু করলেও ২০১৬ সালে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর ম্যাক্স চরিত্রটি তাঁর ক্যারিয়ার বদলে দেয়।
্গআমী ২০ মে মুক্তি পাবে স্যাডি অভিনীত নতুন সিনেমা ‘ও’ডেসা’। আইএমডিবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বছর বয়স
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)
পিএসএলে আজ দুটি ম্যাচ। বাংলাদেশের রিশাদ হোসেনের দল লাহোর খেলবে কোয়েটার বিপক্ষে।
টেনিসমাদ্রিদ ওপেন
বিকেল ৫টা, সনি স্পোর্টস ৫
মুলতান-করাচি
বিকেল ৪-৩০ মি., নাগরিক টিভি
লাহোর-কোয়েটা
রাত ৯টা, নাগরিক টিভি
রাজস্থান-মুম্বাই
রাত ৮টা, টি স্পোর্টস
নটিংহাম-ব্রেন্টফোর্ড
রাত ১২-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
বিলবাও-ম্যান ইউনাইটেড
রাত ১টা, সনি স্পোর্টস ২ ও ৩
টটেনহাম-বোডো/গ্লিমট
রাত ১টা, সনি স্পোর্টস ১
জুরগার্ডেনস-চেলসি
রাত ১টা, সনি স্পোর্টস ৫