রাইজিংবিডির যুগপূর্তিতে ডিআরইউর শুভেচ্ছা
Published: 26th, April 2025 GMT
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের যুগপূর্তি আজ (২৬ এপ্রিল)। এ উপলক্ষে রাইজিংবিডিতে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
শনিবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক রাইজিংবিডি পরিবারকে শুভেচ্ছা জানান।
ডিআরইউর নেতারা বলেছেন, রাইজিংবিডি ডটকম মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে।
রাইজিংবিডির সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেছেন ডিআরইউর নেতারা।
ঢাকা/এএএম/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিআরইউর সদস্যদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা দেবে ‘খোলা জানালা’
পেশাগত মানসিক চাপ মোকাবিলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য প্রথমবারের মতো নিয়মিত ও বিনা মূল্যে মানসিক স্বাস্থ্যসেবা ‘খোলা জানালা’ কার্যক্রম চালু করল সংগঠনটি।
আজ মঙ্গলবার ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্যোগটির অংশ হিসেবে প্রতি ১৫ দিন পরপর ডিআরইউ প্রাঙ্গণে সদস্য সাংবাদিকদের জন্য গোপনীয়, পেশাদার ও সম্মানজনক পরিবেশে মনোবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞদের দিয়ে বিনা মূল্যে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে। এই সেবা দেবেন আন্তর্জাতিক মানের মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা ‘মনের বন্ধু’র প্রশিক্ষিত ও অভিজ্ঞ পেশাজীবীরা।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ‘মনের বন্ধু’র হেড অব মেন্টাল হেলথ প্রোগ্রাম ও লিড সাইকোলজিস্ট কাজী রুমানা হক এবং স্কুল অব লিডারশিপ নির্বাহী পরিচালক জামিল আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআরইউর যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও মুরসালিন নোমানী, বর্তমান কার্যনির্বাহী কমিটির সহসভাপতি গাযী আনোয়ার এবং সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করা সাংবাদিকদের কেউ কেউ তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান বলেন, মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অনেক শিশুশিক্ষার্থী অস্বাভাবিক আচরণ করছে। শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ যাঁরা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত অবস্থায় রয়েছেন, তাঁদের কাছে পৌঁছাতে হবে। মরদেহ গোপনের কোনো সুযোগ নেই। প্রত্যেককে প্রত্যেকের পাশে থাকতে হবে। কাঙ্ক্ষিত দেশ গড়তে সবার সহযোগিতা খুব জরুরি। তিনি আরও বলেন, সাংবাদিকদের বুদ্ধিভিত্তিক চর্চার জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা প্রয়োজন। তিনি ডিআরইউর এ আয়োজনকে সাধুবাদ জানান এবং সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় পাশে থাকবে বলে উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, ‘হাঁসের মতো সাংবাদিকদের সব দুঃখ, ভয়, সমস্যা ঝেড়ে ফেলতে হবে। প্রতিকারের চেয়ে প্রতিরোধে বিশ্বাসী হতে হবে। প্রতিটি কর্মক্ষেত্রে কর্মপরিবেশ ঐক্যবদ্ধ হয়ে ফিরিয়ে আনতে হবে।’
সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বছরব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে এ আয়োজন। এর আগে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা বিনা মূল্যে দেওয়া হয়েছে। কোভিডের সময় বাংলাদেশে প্রথম বেসরকারিভাবে কোভিড বুথ স্থাপনসহ ডেন্টাল, ডায়াবেটিস, গাইনি, মেডিসিন, কিডনি, লিভারসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ক্যাম্প চালু রেখেছে ডিআরইউ। এ ছাড়া সদস্যদের সেবাদানের জন্য শিগগিরই হেলথ কর্নার, জরুরি সেবাদানে অ্যাম্বুলেন্স সার্ভিস, নারী সদস্য ও সন্তানদের জরায়ু ক্যানসারের টিকা এবং সদস্যদের নিউমোনিয়ার টিকা দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
‘খোলা জানালা’ সেবা কার্যক্রমের আহ্বায়ক নাদিয়া শারমিন বলেন, ‘আমরা সাংবাদিকেরা অন্যের কণ্ঠস্বর হই, কিন্তু নিজেদের মানসিক যুদ্ধের কণ্ঠস্বর চাপা পড়ে যায়। “খোলা জানালা” সেই অন্ধকার দূর করার একটি সাহসী উদ্যোগ।’
অনুষ্ঠানে বলা হয়, ‘খোলা জানালা’ কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে সাংবাদিকদের মানসিক সুস্থতা নিশ্চিত করা। ট্রমা, উদ্বেগ, বিষণ্নতা, অনিদ্রা ইত্যাদি সমস্যা মোকাবিলায় সহায়তা করা, পেশাগত মানসিক স্থিতি ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। এ ছাড়া সহানুভূতিশীল ও সহায়ক সাংবাদিকতার সংস্কৃতি গড়ে তোলা। ডিআরইউ মনে করে ‘খোলা জানালা’ মানসিক স্বাস্থ্যসেবার উদ্যোগটি শুধু একটি সেবা নয়, এটি সাংবাদিকদের মানসিক সুস্থতাকে গুরুত্ব দিয়ে দেখার একটি প্রাতিষ্ঠানিক পদক্ষেপ। এটি দেশের অন্যান্য সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম সংস্থার জন্যও একটি মডেল হিসেবে কাজ করবে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে সংস্কার ভেঙে সাংবাদিক সমাজে সচেতনতা ও সহানুভূতির নতুন সংস্কৃতি গড়ে উঠবে।
অনুষ্ঠানে ডিআরইউর কার্যনির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরীসহ সদস্যরা উপস্থিত ছিলেন।