সিন্ধু পানিচুক্তি স্থগিতে পাকিস্তান কতটা ক্ষতিগ্রস্ত হবে
Published: 26th, April 2025 GMT
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের ভূস্বর্গ পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে ২৬ পর্যটক নিহতের ঘটনার পর ‘সিন্ধু পানিচুক্তি’ বাতিলের ঘোষণা দিয়েছে ভারত। গতকাল বৃহস্পতিবার ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আলী মুর্তজাকে চিঠি লেখেন। চিঠিতে তিনি লেখেন, ভারত ওই চুক্তি স্থগিত করছে এবং ‘অবিলম্বে তা কার্যকর’ হবে।
পাকিস্তান তাৎক্ষণিকভাবে এর প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ভারত একতরফাভাবে সিন্ধু পানিচুক্তি বাতিল করতে পারে না। এটি যুদ্ধের শামিল। পাকিস্তানও ঘোষণা দিয়েছে তারা সিমলা চুক্তি বাতিল করবে। এ পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এক সময়ের প্রমত্তা সিন্ধু নদীর পানি শুকিয়ে যাচ্ছে। পাকিস্তানের হায়দরাবাদ অংশে সিন্ধু নদীর দৃশ্য। ২৪ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইউটিউবে দিনে মাত্র আধা ঘণ্টা ব্যয় করেই শিখতে পারেন ইংরেজি
যেকোনো ভাষা শেখার প্রথম শর্ত হলো, বলতে ও শুনতে শেখা। কিন্তু আমরা ইংরেজি শেখা শুরু করি ব্যাকরণ দিয়ে। এ জন্য দীর্ঘদিন পড়েও আমরা বেশির ভাগ মানুষ ভালো ইংরেজি শিখতে পারি না। অধিকাংশ মানুষের বলায়, শোনায়, নয় তো লেখায় কমবেশি সমস্যা থেকেই যায়।
আপনি শিক্ষার্থী, চাকরিজীবী, অভিভাবক—যা–ই হোন না কেন, ইংরেজিতে নিজেকে খুবই দুর্বল মনে করলে এবং শেখার ইচ্ছা থাকলে এই কাজগুলো করুন।
১০ দিনে, ৩০ দিনে, ৩ মাসে ইংরেজি শেখার যত বই আছে, স্রেফ সরিয়ে রাখুন। এগুলো আপনি কেনেন ঠিকই কিন্তু তিন দিনও ঠিকমতো খুলে দেখেন না।
স্পোকেন ইংলিশের কোচিং বন্ধ করে দিন। কারণ, এই কোচিংয়ে আপনি ভর্তি হন ঠিকই কিন্তু এক সপ্তাহ যাওয়ার পর আর যান না। কিংবা কোচিংয়ে গিয়েও খুব বেশি লাভ আপনার হয়নি।
আপনার মুঠোফোন আছে, আইপ্যাড আছে, বাসায় ইন্টারনেট আছে। প্রতিদিন নিশ্চয়ই ইউটিউব, ফেসবুকে এটা-সেটা দেখে সময় ব্যয় করেন। আজ থেকে টানা ৩০ দিন ইংরেজি শেখায় দিন, আর এই সময়টা শুধু ইউটিউবে দেবেন।
ইংরেজি শেখার নানা চ্যানেল পাবেন ইউটিউবে