হবিগঞ্জের তিন উপজেলায় পৃথক মামলায় গ্রেপ্তার ৬
Published: 28th, April 2025 GMT
হবিগঞ্জে জেলার তিন উপজেলায় পৃথক পৃথক মামলায় ৬ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ও সেনাবাহিনী। এই তিন উপজেলা হচ্ছে আজমিরীগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও নবীগঞ্জ।
আজমিরীগঞ্জে নগর জগন্নাথ আখড়ার সম্পত্তির বিরোধ নিয়ে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। এরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার নগর এলাকার আষোতোষ হোম রায় বুদ্ধ (৫০), নীলোৎপল হোম রায় লিটন (৪৬), রাখেশ সূত্রধর বৈরাগী (৫৫) ও রাংকু সূত্রধর (৩০)।
রবিবার (২৭ এপ্রিল) রাতে এ তথ্য জানান র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের পৃথক অভিযানে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের নতুন বাজার ও হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
অপরদিকে নবীগঞ্জে ঈদের জামাত আয়োজন নিয়ে বাগবিতণ্ডায় ছুরিকাঘাতে হত্যা মামলার পলাতক আসামি কাজী সুন্দর আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি জেলার নবীগঞ্জ উপজেলার সদরঘাট দক্ষিণপাড়ার মৃত ছনাওর আলীর ছেলে। রবিবার (২৭ এপ্রিল) রাতে এ তথ্য জানান র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।
কাজী সুন্দর আলীকে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার সদরের নাজিরাবাদ ইউনিয়নের দশকাহনীয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার পলাতক আসামি য়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসিত রঞ্জন দাশ মন্টুকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তিনি শায়েস্তাগঞ্জ শহরের হাসপাতাল এলাকার মৃত উপেন্দ্র চন্দ্র দাসের ছেলে।
রবিবার (২৭ এপ্রিল) মধ্যরাতে এ তথ্য জানান শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীলিপ কান্ত নাথ। এর আগে রাত সাড়ে ৯ টায় মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
ঢাকা/মামুন/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর ছ উপজ ল র
এছাড়াও পড়ুন:
বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল
এ বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ইউটিউবার–অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। ভারতের ইউটিউবার রাজ শামানির সঙ্গে পডকাস্টে সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন চাহাল।
ভারতের হয়ে ২০২৩ সালে সর্বশেষ খেলা এই লেগ স্পিনার জানিয়েছেন, কয়েক বছর ধরেই তাঁর ও ধনশ্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। তবু তাঁরা এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত ব্যক্তিগত জীবনের ঝামেলা সামনে নিয়ে আসেননি। তিনি আরও জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান এবং একপর্যায়ে আত্মহত্যা করার কথাও ভাবেন।
আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১ ঘণ্টা আগেভারতের হয়ে ৭২ ওয়ানডে ও ৮০ টি–টোয়েন্টি খেলা চাহালের কাছে রাজ শামানি জানতে চেয়েছিলেন, ঠিক কী কারণে তাঁদের সম্পর্কটা ভেঙে গেল? ৩৫ বছর বয়সী চাহালের উত্তর, ‘বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ব্যাপারটা সামনে আনব না।’
২০১৬ সালের জুনে ভারতের হয়ে অভিষেক চাহালের। চার বছর পর ধনশ্রীকে বিয়ে করেন তিনি। চাহাল জানিয়েছেন, জাতীয় দলে হয়ে খেলায় তাঁর ব্যস্ত হয়ে পড়া এবং ধনশ্রীরও নিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় কেউ কাউকে সময় দিতে পারেননি। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন চাহাল।
যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা