হবিগঞ্জের তিন উপজেলায় পৃথক মামলায় গ্রেপ্তার ৬
Published: 28th, April 2025 GMT
হবিগঞ্জে জেলার তিন উপজেলায় পৃথক পৃথক মামলায় ৬ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ও সেনাবাহিনী। এই তিন উপজেলা হচ্ছে আজমিরীগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও নবীগঞ্জ।
আজমিরীগঞ্জে নগর জগন্নাথ আখড়ার সম্পত্তির বিরোধ নিয়ে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। এরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার নগর এলাকার আষোতোষ হোম রায় বুদ্ধ (৫০), নীলোৎপল হোম রায় লিটন (৪৬), রাখেশ সূত্রধর বৈরাগী (৫৫) ও রাংকু সূত্রধর (৩০)।
রবিবার (২৭ এপ্রিল) রাতে এ তথ্য জানান র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের পৃথক অভিযানে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের নতুন বাজার ও হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
অপরদিকে নবীগঞ্জে ঈদের জামাত আয়োজন নিয়ে বাগবিতণ্ডায় ছুরিকাঘাতে হত্যা মামলার পলাতক আসামি কাজী সুন্দর আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি জেলার নবীগঞ্জ উপজেলার সদরঘাট দক্ষিণপাড়ার মৃত ছনাওর আলীর ছেলে। রবিবার (২৭ এপ্রিল) রাতে এ তথ্য জানান র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।
কাজী সুন্দর আলীকে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার সদরের নাজিরাবাদ ইউনিয়নের দশকাহনীয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার পলাতক আসামি য়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসিত রঞ্জন দাশ মন্টুকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তিনি শায়েস্তাগঞ্জ শহরের হাসপাতাল এলাকার মৃত উপেন্দ্র চন্দ্র দাসের ছেলে।
রবিবার (২৭ এপ্রিল) মধ্যরাতে এ তথ্য জানান শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীলিপ কান্ত নাথ। এর আগে রাত সাড়ে ৯ টায় মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
ঢাকা/মামুন/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর ছ উপজ ল র
এছাড়াও পড়ুন:
বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে মাইলস্টোন ছাত্রীর মৃত্যু
রাজধানীর আফতাবনগর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তানহা (১৪) মারা গেছে। গতকাল বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে।
তানহার বোন তাবাসসুম বলেন, বৃষ্টিতে ভেজার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায় তানহা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানহা পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে। আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকত সে।
এদিকে একই দিন দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ইয়াসিন ওরফে নিরব (১৫)। তার বন্ধু জুবায়ের আহমেদ জানায়, দুপুর আড়াইটার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে নিবর। এ সময় পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সৈয়দপুরের মৃত এনায়েত হোসেনের ছেলে। গুলিস্তানে ফুটপাতে সে ঘড়ি বিক্রি করত।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দু’জনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুই ঘটনায় আলাদা থানায় অপমৃত্যুর মামলা হবে।