পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারের ইউটিউব অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে, যাঁদের মধ্যে শোয়েব আখতারও আছেন। আজ এনডিটিভি, ইকোনোমিক টাইমস, জি নিউজসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ কথা জানানো হয়।

দীর্ঘদিন ধরেই ‘শোয়েব আখতার ১০০ এমপিএইচ’ নামে নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেট–বিষয়ক আলোচনা করে আসছেন শোয়েব। তাঁর ৩৮ লাখের মতো অনুসারী, যাঁদের মধ্যে অনেক ভারতীয়ও আছেন। তবে ২৮ এপ্রিল সোমবার সকাল থেকে ভারতে শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলটি দেখা যাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অনেক ভারতীয় এ কথা জানিয়েছেন। অনেকেই শোয়েবের ইউটিউব চ্যানেল যে দেখতে পারছেন না, সেটার স্ক্রিনশট নিয়ে পোস্ট করছেন।

আরও পড়ুনআর্নে স্লট: কিংবদন্তির জায়গা নিলেন এবং নিজেই কিংবদন্তি হয়ে গেলেন৪৯ মিনিট আগে

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুপারিশে দেশটিতে সম্প্রতি কয়েকটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়। ওই হামলায় ২৬ জনের মৃত্যু হয়, যাঁদের মধ্যে বেশির ভাগই ছিলেন পর্যটক।
ভারত সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে এনডিটিভি লিখেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলো নিষিদ্ধ করা হয়েছে। কারণ, তারা উসকানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল কনটেন্ট, ভুয়া তথ্য এবং ভারতের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছিল।

শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব আখত র

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ