ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাহের বানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ধান মাড়াই ও খড় শুকানোর প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার এ ঘটনায় আহত হলে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ঘটনার প্রতিকার চেয়ে ইউএনওর কাছে এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্র ও স্থানীয় বাসিন্দারা জানান, বাহের বানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই বাড়ি শাহজাহান মিয়া ও আনিছুল হকের। তারা প্রায়ই বিদ্যালয়ের মাঠ নানা কাজে ব্যবহার করে অপরিচ্ছন্ন রাখেন। এতে শিক্ষার্থীদের সমাবেশ ও খেলাধুলায় সমস্যা হচ্ছিল। চলতি বোরো মৌসুমে বিদ্যালয় খোলা থাকা অবস্থায় প্রায় ১৫ দিন ধরে দুটি পরিবার মাঠে ধান মাড়াই ও খড় শুকানোর কাজ করছে। বারবার নিষেধ করলেও তারা শোনেননি।

আজ প্রধান শিক্ষক বিদ্যালয়ে গিয়ে শ্রেণিকক্ষের বারান্দায় ধানের আঁটির স্তূপ পান। এ ছাড়া মাঠজুড়ে খড় শুকানোর পাশাপাশি যত্রতত্র স্তূপ দেখেন। কোথায় শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশ করাবেন, সে চিন্তা করে তিনি শাহজাহান ও আনিছুলকে ডেকে বলতেই তারা উত্তেজিত হয়ে পড়েন। দু’জনই প্রধান শিক্ষককে গালাগালের পাশাপাশি মারধর শুরু করেন। এ সময় তাঁর চিৎকারে লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শাহজাহান ও আনিছুলের মোবাইল ফোনে কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। নান্দাইল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’

লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।

উপকরণ

ঠান্ডা পানি: ৫০০ মিলি

ভাজা শুকনা মরিচ: ২টি

লেবু: ১টি (রস করে নেওয়া)

সরিষার তেল: ১ টেবিল চামচ

রসুন কুচি: ১ চা চামচ

লবণ: স্বাদমতো

প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর  হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।

দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।

সূত্র: শিউলি কিচেন

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ