ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাহের বানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ধান মাড়াই ও খড় শুকানোর প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার এ ঘটনায় আহত হলে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ঘটনার প্রতিকার চেয়ে ইউএনওর কাছে এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্র ও স্থানীয় বাসিন্দারা জানান, বাহের বানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই বাড়ি শাহজাহান মিয়া ও আনিছুল হকের। তারা প্রায়ই বিদ্যালয়ের মাঠ নানা কাজে ব্যবহার করে অপরিচ্ছন্ন রাখেন। এতে শিক্ষার্থীদের সমাবেশ ও খেলাধুলায় সমস্যা হচ্ছিল। চলতি বোরো মৌসুমে বিদ্যালয় খোলা থাকা অবস্থায় প্রায় ১৫ দিন ধরে দুটি পরিবার মাঠে ধান মাড়াই ও খড় শুকানোর কাজ করছে। বারবার নিষেধ করলেও তারা শোনেননি।

আজ প্রধান শিক্ষক বিদ্যালয়ে গিয়ে শ্রেণিকক্ষের বারান্দায় ধানের আঁটির স্তূপ পান। এ ছাড়া মাঠজুড়ে খড় শুকানোর পাশাপাশি যত্রতত্র স্তূপ দেখেন। কোথায় শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশ করাবেন, সে চিন্তা করে তিনি শাহজাহান ও আনিছুলকে ডেকে বলতেই তারা উত্তেজিত হয়ে পড়েন। দু’জনই প্রধান শিক্ষককে গালাগালের পাশাপাশি মারধর শুরু করেন। এ সময় তাঁর চিৎকারে লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শাহজাহান ও আনিছুলের মোবাইল ফোনে কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। নান্দাইল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএমএল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের প্রতিনিধি দল। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমএলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি নাসিম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব রেজওয়ান মর্তুজা ও যুগ্ম মহাসচিব সাকিব খান।

সাক্ষাতের সময় প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে ডিসেম্বরের মধ্যে দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করে। এ সময় দলটির পক্ষ থেকে একটি স্মারকলিপিও দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ