Prothomalo:
2025-05-01@01:01:34 GMT

হৃদি শেখকে কতটা জানেন?

Published: 29th, April 2025 GMT

‘আমি নানা ধরনের ক্রিটিসিজমের (সমালোচনা) মুখোমুখি হয়েছি। তবু থামিনি। আমাকে কেউ সুযোগ তৈরি করে দেয়নি, নিজে তৈরি করে নিয়েছি, ’ গতকাল প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন হৃদি শেখ। প্রায় দুই দশক ধরে নাচের সঙ্গে আছেন, নাচকেই পেশা হিসেবে নিয়েছেন এই তরুণ।

পড়াশোনা করতে রাশিয়ায় গিয়েছিলেন হৃদির মা–বাবা, সেখানেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। পাঁচ বছর বয়স থেকে নাচেন হৃদি। ২০১৬ সালে ‘সেরা নাচিয়ে’তে চ্যাম্পিয়ন হন, এরপর ঢাকায় আসা-যাওয়া বাড়ে। ২০২০ সালের পর থেকে ঢাকায় থিতু হয়েছেন। পুরোদস্তুর নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার গড়েছেন।

পেশা হিসেবে নাচকে বেছে নিলেন কেন? হৃদি বলেন, ‘নাচের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি, আবেগকে তুলে ধরতে পারি। ফলে স্বাভাবিকভাবেই এটিকে পেশা হিসেবে নিয়েছি।’ হৃদির ভাষ্য, ‘নাচের মাধ্যমে নারীদের অনুপ্রাণিত করতে পারছি। নারীদের একটা আশা দিতে পারছি। সেই সঙ্গে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে পারছি।’

‘আমি নানা ধরনের ক্রিটিসিজমের (সমালোচনা) মুখোমুখি হয়েছি। তবু থামিনি। আমাকে কেউ সুযোগ তৈরি করে দেয়নি, নিজে তৈরি করে নিয়েছি।হৃদি শেখ, নৃত্যশিল্পীহৃদি শেখ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে মাইলস্টোন ছাত্রীর মৃত্যু

রাজধানীর আফতাবনগর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তানহা (১৪) মারা গেছে। গতকাল বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে।  

তানহার বোন তাবাসসুম বলেন, বৃষ্টিতে ভেজার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায় তানহা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানহা পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে। আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকত সে।

এদিকে একই দিন দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ইয়াসিন ওরফে নিরব (১৫)। তার বন্ধু জুবায়ের আহমেদ জানায়, দুপুর আড়াইটার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে নিবর। এ সময় পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সৈয়দপুরের মৃত এনায়েত হোসেনের ছেলে। গুলিস্তানে ফুটপাতে সে ঘড়ি বিক্রি করত।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দু’জনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুই ঘটনায় আলাদা থানায় অপমৃত্যুর মামলা হবে।

সম্পর্কিত নিবন্ধ