গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে হত্যার কথা জানিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেছেন মোহাম্মদ আলী (৭০) নামের এক বাবা। আজ বুধবার সকাল আটটার দিকে শ্রীপুর মডেল থানায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানা-পুলিশ সূত্র জানিয়েছে, থানায় এসে মোহাম্মদ আলী জানান যে তিনি তাঁর ছেলে মো. আনোয়ার হোসেনকে (২৮) ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। পরে পুলিশ তাঁর বাড়িতে গিয়ে ঘরের ভেতর থেকে আনোয়ারের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি জব্দ করা হয়।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার বলেন, মোহাম্মদ আলীর বক্তব্যের ভিত্তিতে প্রহলাদপুরের ওই বাড়িতে গ্রাম পুলিশ পাঠানো হয়। সেখান থেকে আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরিবার ও স্থানীয় লোকজনের ভাষ্য, আনোয়ার হোসেন মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের ওপর নিয়মিত নির্যাতন চালাতেন। তিনি বিয়ে করেননি। দুই বছর মালয়েশিয়া ও চার বছর সৌদি আরবে থাকার পর এক বছর আগে দেশে ফেরেন এবং মাদকে জড়িয়ে পড়েন।

আনোয়ারের মামা আবদুল জলিল বলেন, মাদকাসক্ত অবস্থায় আনোয়ার প্রায়ই পরিবারের লোকজনকে মারধর করতেন। মাদক কেনার টাকা না পেলে বাবা-মাকে শারীরিক নির্যাতন করতেন। গতকাল মঙ্গলবার রাতেও বাবাকে মারধর করেন তিনি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো.

শহীদ উল্লাহ বলেন, আনোয়ার হোসেন নেশার কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। আত্মীয়স্বজন অনেকবার তাঁকে বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, মোহাম্মদ আলী থানায় এসে ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: থ ন য় এস কর ছ ন

এছাড়াও পড়ুন:

তরমুজ তুলতে মাঠে নারী শ্রমিক

২ / ৯পুরুষের পাশাপাশি নারীরাও তরমুজের মাঠে কাজ করছেন।

সম্পর্কিত নিবন্ধ