কেজিতে ৮ টাকা কমলো বীজ আলুর দাম, হতাশ চাষি
Published: 30th, April 2025 GMT
প্রতি কেজি বীজ আলু উৎপাদনে খরচ হয়েছে ৩০ টাকা। বিএডিসি বীজ বিভাগ দাম নির্ধারণ করেছে ২৭ টাকা। তাতে কেজিপ্রতি লোকসান হচ্ছে ৩ টাকা। এতে ব্যাপক লোকসানের মুখে পড়তে হবে। কথাগুলো বলছিলেন শিবগঞ্জ উপজেলার রায়নগর এলাকার আমিনুল ইসলাম। তিনি বিএডিসির নির্ধারিত বীজ আলু চাষি।
আমিনুল ইসলামসহ বিএডিসির বীজ আলু চাষিরা গতবারের দাম ঠিক রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। তারা মঙ্গলবার বগুড়া বিসিক বিএডিসির বীজ আলুর হিমাগারের সামনে মানববন্ধন করেন। একই দাবিতে বুধবার স্মারকলিপি দেন। তারা বলছেন, দাম কমানো অযৌক্তিক। এতে উৎপাদন খরচ ও কৃষকের শ্রমের ন্যায্যতা বজায় থাকবে না। তাই এবার চাষিদের কাছ থেকে ৪০ টাকায় বীজ আলু নেওয়া হোক।
বিএডিসি বীজ আলু বিভাগ সূত্রে জানা যায়, বগুড়ায় ৩২ জন ও জয়পুরহাটের ১৬ জন চাষির কাছ থেকে বীজ আলু কেনা হয়। আলু লাগানো থেকে শুরু করে জমি থেকে তোলা পর্যন্ত ওই চাষিদের ক্ষেত পর্যবেক্ষণ করা হয়। সেখান থেকে বাছাই করা আলু নেওয়া হয় বীজের জন্য। ৫৮ জন কৃষকের কাছ থেকে ৩০০ টন বীজ আলু কেনা হয়।
চাষিদের পক্ষে বেলাল আকন্দ বলেন, সার, বীজ, কীটনাশকসহ সব কিছুর দাম বেড়েছে। বিজ আলু উৎপাদনে কেজিপ্রতি ৩০ টাকা খরচ হয়েছে। অথচ বিক্রি করতে বলা হচ্ছে ২৬ থেকে ২৮ টাকায়। এদিকে গত মৌসুমে বিএডিসি আমাদের কাছে বীজ বিক্রি করেছে ৪৫-৪৬ টাকা দরে। এবার তারা ৬২ টাকা নেবে। আমাদের উৎপাদিত বীজ লোকসানে বিক্রি করতে বলা হচ্ছে। আবার কিনতে গেলে বেশি দাম নেওয়া হচ্ছে। এটা স্ববিরোধিতা।
বিএডিসি আলু বীজ বিভাগের বগুড়ার উপপরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, চাষির দাবি কর্তৃপক্ষকে জানানো হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫