ইংলিশ লিগে ব্যর্থ ইউনাইটেড ইউরোপার ফাইনালের পথে
Published: 2nd, May 2025 GMT
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স এক কথায় হতশ্রী। ইউরোপা লিগ সেমিফাইনালে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে রেড ডেভিলদের প্রথম ৩০ মিনিটের খেলা দেখে মনে হচ্ছিল আরেকটা হতাশার রাত উপহার দিতে যাচ্ছে তারা। তবে বিরতির আগের ১৫ মিনিটে দেখা মিলল এক অন্য রকম ইউনাইটেডের। এই মৌসুমে স্পেনের সেরা রক্ষণ হিসেবে খ্যাত বিলবাওয়ের জালে এই স্বল্প সময়ের মধ্যে তারা ৩ বার বল পৌঁছায়।
প্রথমার্ধেই সেই দারুণ পারফরম্যান্সে ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে বিলবাওয়ের বিপক্ষে ৩-০ গোলের জয় ম্যানচেস্টার ইউনাইটেড। অবিশ্বাস্য কিছু না ঘটলে ধরেই নেওয়া যায় ফাইনালে এক পা দিয়ে রেখেছে রুবেন এমোরিমের শিষ্যরা।
অ্যাথলেতিক বিলবাওয়ের ম্যাঠ সান মামেসেই এই মৌসুমের ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। এই মাঠেই বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাতে ইউনাইটেড প্রথম দিকে রীতিমতো হিমশিম খাচ্ছিল। তবে হঠাৎ তারা হয়ে উঠল নির্ভুল আর বিলবাওকে করে দিল এলোমেলো।
আরো পড়ুন:
পর্তুগালের সামনে ইতিহাসের গড়ার অপেক্ষায় থাকা জর্জিয়া
জার্মানির মুখোমুখি চাপহীন সুইজারল্যান্ড
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইউর প য় ন ফ টবল ফ ইন ল ইউর প প রথম
এছাড়াও পড়ুন:
অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’
নতুন অ্যালবাম প্রকাশ করেছে কক্সবাজারের তরুণদের গানের দল ‘পেনোয়া’। ১৩টি গান নিয়ে প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’। এ অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই প্রভৃতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো সরাসরি শোনাতে কনসার্টের উদ্যোগ নিয়েছে তারা। চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় হবে তিনটি কনসার্ট। যেখানে গানের সঙ্গে থাকবে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স, ব্যান্ডের সদস্যরা শোনাবে গানের গল্প।
আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪২০ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘অ্যালবাম কমপ্লিশন কনসার্ট’ শিরোনামের প্রথম আয়োজনটি হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। যেখানে থিয়েট্রিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে অ্যালবামের পেছনের অনেক গল্প জানতে পারবেন শ্রোতারা। দ্বিতীয় আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর কক্সবাজারে, আর শেষ কনসার্টটি হবে জানুয়ারির মাঝামাঝি, সম্ভাব্য ভেন্যু ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার।
আয়োজনের পোস্টার