শ্রমিকরাই জীবন দিয়ে বাংলাদেশের মুক্ত পরিবেশ সৃষ্টি করেছে : মামুন মাহমুদ
Published: 2nd, May 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ শ্রমিকদেরকে উদ্দেশ্য করে বলেন, বিগত ১৭ বছর ফ্যাসীবাদের বিরুদ্ধে লড়াই করে আপনাদের মত শ্রমিকরাই জীবন দিয়ে আজকে বাংলাদেশের একটি মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছে।
এই মুক্ত পরিবেশের অধিকার, ভোগ করার অধিকার সকলের রয়েছে, শ্রমিকেরও রয়েছে। শুধু শ্রমিকরা জীবন দিয়ে, আর শ্রম দিয়ে, মেধা দিয়ে ঘাম ঝড়িয়ে আমাদের সুখের জন্য কাজ করবে কিন্তু তাদের সুখের দিকে আমরা তাকাব না, এটা হতে পারে না।
বৃহস্পতিবার (১ মে) সকাল মহান মে দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর বটতলা এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, ১৮৮৬ সালে আমেরিকাতে, যে দেশে মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার সবচেয়ে বেশি, সেই দেশের শ্রমিকরা আন্দোলন করে আমাদেরকে এই মে দিবস দিয়েছে।
কিন্তু যেসব দেশে মানবাধিকার, মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, খাওয়া-পড়ার অধিকার, ভাল কাপড়, ভাল চিকিৎসার অধিকার থেকে সকল শ্রমিক, সকল মানুষ বঞ্চিত, সেই দেশের শ্রমিরা এখনও নিরবে ঘুমিয়ে থাকবে কেন? আপনারা সংঘঠিত হন, আদায় করার সময় হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: সাফিজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেনের সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নয়াআটি মুক্তিনগর থেকে শুরু হয়ে মাদানীনগর এবং মৌচাকা স্ট্যান্ড দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে পুনরায় সিদ্ধিরগঞ্জ থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফয়েজ আহমেদ, মাসুদ রানা, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সহ-যুগ্ম সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজ, অর্থ সম্পাদক বিপ্লব হোসেন, সহ-অর্থ সম্পাদক রাসেল শেখ, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, প্রচার সম্পাদক কবির হোসেন, ক্রীড়া সম্পাদক মো: ফারুকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ থ ন
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সভাপতি অ্যাড.মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সহ-সভাপতি জাহিদুল হক দিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মো: তারিক বাবু,সহ-সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সহ-সভাপতি মজিবুর রহমান,যুগ্ম সম্পাদক সুলতানা আক্তার সহ সকল সদস্যবৃন্দ।সভায় বক্তারা (বাপা) নারায়ণগঞ্জের ভবিষ্যৎ কার্য পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পরিবেশ বান্ধব সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসক,নাসিক প্রশাসক ও সিভিল সার্জনের সাথে প্রাথমিক আলোচনার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া সভায় স্কুল-কলেজ, উপজেলা ও ওয়ার্ডগুলোতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র কমিটি সম্প্রসারন, ডেঙ্গু সচেতনতা,পরিবেশ রক্ষায় সচেতনতা,সংগঠনে তরুণ ও শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি সহ জেলার নানা সমস্যার বিষয়ে সদস্যদের মতামত গ্রহন করা হয়।