ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার বিরুদ্ধে ১৭তম দফায় নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে শান্তির পথে ‘একমাত্র বাধা’ হিসেবেও উল্লেখ করেন তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে ইইউ রাশিয়ার ওপর বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। তারা স্পষ্ট করেছে, পুতিন ইউক্রেন থেকে নিঃশর্তভাবে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা তুলে নেবে না ইইউ।
ব্যারো বলেন, ‘আমরা মার্কিন নিষেধাজ্ঞা উদ্যোগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নিষেধাজ্ঞা তৈরি করছি এবং সিনেটর লিন্ডসে গ্রাহামকে বলেছি, আমরা সমন্বয় করব।’ সম্প্রতি গ্রাহামসহ মার্কিন আইনপ্রণেতারা রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ও যারা রুশ জ্বালানি কিনছে, তাদের ওপর শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছেন।
মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর ব্যারো বলেন, ‘এটি ইউরোপের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা শান্তির পথে একসঙ্গে কাজ করতে চাই।’ খবর-বিবিসি
.উৎস: Samakal
কীওয়ার্ড: র ওপর
এছাড়াও পড়ুন:
গিলের জয়ের আনন্দ, স্টোকসের আফসোস
ম্যাচ জিততে পারবেন, এই আত্মবিশ্বাস কি ছিল? ভারতের অধিনায়ক শুবমান গিলের উত্তর, হ্যাঁ ছিল।
হ্যারি ব্রুকেরও একই বিশ্বাস ছিল। পুরস্কার বিতরণী মঞ্চে মাইকেল আথারটনকে বলেন, ‘আত্মবিশ্বাস ছিল আজকের দিনে। দুজন ভালো ব্যাটসম্যান ছিল (ক্রিজে)। ভেবেছিলাম, সহজেই জিতব।’
আরও পড়ুনওভালে অবিশ্বাস্য নাটক, ভারতের অসাধারণ জয়৫ ঘণ্টা আগেআত্মবিশ্বাস তো তাঁর থাকতেই হবে। ওভাল টেস্ট জিততে আজ শেষ দিনে হাতে ৪ উইকেট রেখে ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান। ক্রিজে জেমি স্মিথের মতো স্বীকৃত ব্যাটসম্যার এবং জেমি ওভারটনের মতো অলরাউন্ডার, যিনি কিনা ব্যাটিংটাও ভালো করেন। এ অবস্থায় ব্রুকদের জয়ের আত্মবিশ্বাস না থাকাটাই বরং অস্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড ৬ রানে হারার পর এই টেস্ট না খেলা দলটির মূল অধিনায়ক বেন স্টোকস বলতে বাধ্য হলেন, ‘আমরা পারলাম না!’
ওভাল টেস্টে জয়ের পর ভারতের খেলোয়াড়দের উদ্যাপন