‘৩ কোটি ইউরো’ মাঠে ছুড়ে মেরে সমর্থকদের স্লোগান—রোনালদো বাড়ি যাও
Published: 4th, May 2025 GMT
ম্যাচের তখন ১২ মিনিট। হঠাৎ করে গ্যালারি থেকে মাঠের দিকে ঝরতে শুরু করে ইউরো নোটের বৃষ্টি। দুই দলের খেলোয়াড়েরা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন। সব নোটই ৫০০ ইউরোর। এভাবে ৬০০০০ নোট গ্যালারি থেকে ছুড়ে মারা হয়েছে।
নোট ছুড়ে মারার সময় সমর্থকেরা স্লোগান দিতে থাকেন—রোনালদো বাড়ি যাও! গতকাল বার্সেলোনার বিপক্ষে ম্যাচে এই কাজ করেছেন ভায়াদোলিদের সমর্থকেরা। রোনালদো বলতে তাঁরা বাড়ি ফিরে যেতে বলেছেন ক্লাবের সভাপতি ও একাংশের মালিক কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো নাজারিওকে।
৫০০ ইউরোর ৬০০০০ নোট কেন ছুড়ে মেরেছেন সমর্থকেরা? ৫০০ ইউরোর ৬০০০০ নোট মানে ৩ কোটি ইউরো। ভায়াদোলিদের মালিকানা ৩ কোটি ইউরোতে ২০১৮ সালে কিনেছিলেন রোনালদো। সেই পরিমাণ অর্থ তাঁকে ফেরত দিতে চেয়েছে সমর্থকেরা।
রোনালদোর বিরুদ্ধে পুরো প্রতিবাদ-পর্বটিই ছিল প্রতীকী। ৫০০ ইউরোর নোটগুলো আসল ছিল না। সেগুলো ছাপানো হয়েছে রোনালদোর একটি ছবি দিয়ে। এক পাশে লেখা ছিল ‘রোনালদো গো হোম।’
নকল সেই নোট মাঠ থেকে সরাতে হিমশিম খেতে হয়েছে মাঠকর্মীদের। এর জন্য কিছু সময় খেলা বন্ধও ছিল। পরে শুরু হওয়া ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। বাজার কাছে এই হারের আগেই অবশ্য লা লিগা থেকে অবনমন হয়েছে ভায়াদোলিদের। লিগ শেষ হতে পাঁচ ম্যাচ বাকি থাকতেই দল দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার কারণেই রোনালদোর বিরুদ্ধে এমন প্রতিবাদ করেছেন সমর্থকেরা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ৫০০ ইউর র
এছাড়াও পড়ুন:
গিলের জয়ের আনন্দ, স্টোকসের আফসোস
ম্যাচ জিততে পারবেন, এই আত্মবিশ্বাস কি ছিল? ভারতের অধিনায়ক শুবমান গিলের উত্তর, হ্যাঁ ছিল।
হ্যারি ব্রুকেরও একই বিশ্বাস ছিল। পুরস্কার বিতরণী মঞ্চে মাইকেল আথারটনকে বলেন, ‘আত্মবিশ্বাস ছিল আজকের দিনে। দুজন ভালো ব্যাটসম্যান ছিল (ক্রিজে)। ভেবেছিলাম, সহজেই জিতব।’
আরও পড়ুনওভালে অবিশ্বাস্য নাটক, ভারতের অসাধারণ জয়৫ ঘণ্টা আগেআত্মবিশ্বাস তো তাঁর থাকতেই হবে। ওভাল টেস্ট জিততে আজ শেষ দিনে হাতে ৪ উইকেট রেখে ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান। ক্রিজে জেমি স্মিথের মতো স্বীকৃত ব্যাটসম্যার এবং জেমি ওভারটনের মতো অলরাউন্ডার, যিনি কিনা ব্যাটিংটাও ভালো করেন। এ অবস্থায় ব্রুকদের জয়ের আত্মবিশ্বাস না থাকাটাই বরং অস্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড ৬ রানে হারার পর এই টেস্ট না খেলা দলটির মূল অধিনায়ক বেন স্টোকস বলতে বাধ্য হলেন, ‘আমরা পারলাম না!’
ওভাল টেস্টে জয়ের পর ভারতের খেলোয়াড়দের উদ্যাপন