ম্যাচের তখন ১২ মিনিট। হঠাৎ করে গ্যালারি থেকে মাঠের দিকে ঝরতে শুরু করে ইউরো নোটের বৃষ্টি। দুই দলের খেলোয়াড়েরা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন। সব নোটই ৫০০ ইউরোর। এভাবে ৬০০০০ নোট গ্যালারি থেকে ছুড়ে মারা হয়েছে।

নোট ছুড়ে মারার সময় সমর্থকেরা স্লোগান দিতে থাকেন—রোনালদো বাড়ি যাও! গতকাল বার্সেলোনার বিপক্ষে ম্যাচে এই কাজ করেছেন ভায়াদোলিদের সমর্থকেরা। রোনালদো বলতে তাঁরা বাড়ি ফিরে যেতে বলেছেন ক্লাবের সভাপতি ও একাংশের মালিক কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো নাজারিওকে।

৫০০ ইউরোর ৬০০০০ নোট কেন ছুড়ে মেরেছেন সমর্থকেরা? ৫০০ ইউরোর ৬০০০০ নোট মানে ৩ কোটি ইউরো। ভায়াদোলিদের মালিকানা ৩ কোটি ইউরোতে ২০১৮ সালে কিনেছিলেন রোনালদো। সেই পরিমাণ অর্থ তাঁকে ফেরত দিতে চেয়েছে সমর্থকেরা।
রোনালদোর বিরুদ্ধে পুরো প্রতিবাদ-পর্বটিই ছিল প্রতীকী। ৫০০ ইউরোর নোটগুলো আসল ছিল না। সেগুলো ছাপানো হয়েছে রোনালদোর একটি ছবি দিয়ে। এক পাশে লেখা ছিল ‘রোনালদো গো হোম।’

নকল সেই নোট মাঠ থেকে সরাতে হিমশিম খেতে হয়েছে মাঠকর্মীদের। এর জন্য কিছু সময় খেলা বন্ধও ছিল। পরে শুরু হওয়া ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। বাজার কাছে এই হারের আগেই অবশ্য লা লিগা থেকে অবনমন হয়েছে ভায়াদোলিদের। লিগ শেষ হতে পাঁচ ম্যাচ বাকি থাকতেই দল দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার কারণেই রোনালদোর বিরুদ্ধে এমন প্রতিবাদ করেছেন সমর্থকেরা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ৫০০ ইউর র

এছাড়াও পড়ুন:

‘৩ কোটি ইউরো’ মাঠে ছুড়ে মেরে সমর্থকদের স্লোগান—রোনালদো বাড়ি যাও

ম্যাচের তখন ১২ মিনিট। হঠাৎ করে গ্যালারি থেকে মাঠের দিকে ঝরতে শুরু করে ইউরো নোটের বৃষ্টি। দুই দলের খেলোয়াড়েরা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন। সব নোটই ৫০০ ইউরোর। এভাবে ৬০০০০ নোট গ্যালারি থেকে ছুড়ে মারা হয়েছে।

নোট ছুড়ে মারার সময় সমর্থকেরা স্লোগান দিতে থাকেন—রোনালদো বাড়ি যাও! গতকাল বার্সেলোনার বিপক্ষে ম্যাচে এই কাজ করেছেন ভায়াদোলিদের সমর্থকেরা। রোনালদো বলতে তাঁরা বাড়ি ফিরে যেতে বলেছেন ক্লাবের সভাপতি ও একাংশের মালিক কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো নাজারিওকে।

৫০০ ইউরোর ৬০০০০ নোট কেন ছুড়ে মেরেছেন সমর্থকেরা? ৫০০ ইউরোর ৬০০০০ নোট মানে ৩ কোটি ইউরো। ভায়াদোলিদের মালিকানা ৩ কোটি ইউরোতে ২০১৮ সালে কিনেছিলেন রোনালদো। সেই পরিমাণ অর্থ তাঁকে ফেরত দিতে চেয়েছে সমর্থকেরা।
রোনালদোর বিরুদ্ধে পুরো প্রতিবাদ-পর্বটিই ছিল প্রতীকী। ৫০০ ইউরোর নোটগুলো আসল ছিল না। সেগুলো ছাপানো হয়েছে রোনালদোর একটি ছবি দিয়ে। এক পাশে লেখা ছিল ‘রোনালদো গো হোম।’

নকল সেই নোট মাঠ থেকে সরাতে হিমশিম খেতে হয়েছে মাঠকর্মীদের। এর জন্য কিছু সময় খেলা বন্ধও ছিল। পরে শুরু হওয়া ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। বাজার কাছে এই হারের আগেই অবশ্য লা লিগা থেকে অবনমন হয়েছে ভায়াদোলিদের। লিগ শেষ হতে পাঁচ ম্যাচ বাকি থাকতেই দল দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার কারণেই রোনালদোর বিরুদ্ধে এমন প্রতিবাদ করেছেন সমর্থকেরা।

সম্পর্কিত নিবন্ধ