ম্যাচের তখন ১২ মিনিট। হঠাৎ করে গ্যালারি থেকে মাঠের দিকে ঝরতে শুরু করে ইউরো নোটের বৃষ্টি। দুই দলের খেলোয়াড়েরা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন। সব নোটই ৫০০ ইউরোর। এভাবে ৬০০০০ নোট গ্যালারি থেকে ছুড়ে মারা হয়েছে।

নোট ছুড়ে মারার সময় সমর্থকেরা স্লোগান দিতে থাকেন—রোনালদো বাড়ি যাও! গতকাল বার্সেলোনার বিপক্ষে ম্যাচে এই কাজ করেছেন ভায়াদোলিদের সমর্থকেরা। রোনালদো বলতে তাঁরা বাড়ি ফিরে যেতে বলেছেন ক্লাবের সভাপতি ও একাংশের মালিক কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো নাজারিওকে।

৫০০ ইউরোর ৬০০০০ নোট কেন ছুড়ে মেরেছেন সমর্থকেরা? ৫০০ ইউরোর ৬০০০০ নোট মানে ৩ কোটি ইউরো। ভায়াদোলিদের মালিকানা ৩ কোটি ইউরোতে ২০১৮ সালে কিনেছিলেন রোনালদো। সেই পরিমাণ অর্থ তাঁকে ফেরত দিতে চেয়েছে সমর্থকেরা।
রোনালদোর বিরুদ্ধে পুরো প্রতিবাদ-পর্বটিই ছিল প্রতীকী। ৫০০ ইউরোর নোটগুলো আসল ছিল না। সেগুলো ছাপানো হয়েছে রোনালদোর একটি ছবি দিয়ে। এক পাশে লেখা ছিল ‘রোনালদো গো হোম।’

নকল সেই নোট মাঠ থেকে সরাতে হিমশিম খেতে হয়েছে মাঠকর্মীদের। এর জন্য কিছু সময় খেলা বন্ধও ছিল। পরে শুরু হওয়া ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। বাজার কাছে এই হারের আগেই অবশ্য লা লিগা থেকে অবনমন হয়েছে ভায়াদোলিদের। লিগ শেষ হতে পাঁচ ম্যাচ বাকি থাকতেই দল দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার কারণেই রোনালদোর বিরুদ্ধে এমন প্রতিবাদ করেছেন সমর্থকেরা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ৫০০ ইউর র

এছাড়াও পড়ুন:

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের ম্যাচ কবে কখন

এশিয়া কাপে বাংলাদেশ দল এখন সুপার ফোরে। গতকাল আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়।

গ্রুপ পর্বে তিন ম্যাচের সব কটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ সেরা হয়েছে শ্রীলঙ্কা। আর দুই ম্যাচ জেতা বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে হয়েছে রানার্সআপ।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার পাশাপাশি ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে ভারত ও পাকিস্তান। এই চার দল নিয়ে সুপার ফোর পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর। শেষ হবে ২৬ সেপ্টেম্বর। আর টুর্নামেন্ট ফাইনাল ২৮ সেপ্টেম্বর। সুপার ফোরে প্রতিটি দল অপর দলগুলোর সঙ্গে একবার করে খেলবে। অর্থাৎ এই রাউন্ডে সবাই খেলবে তিনটি করে ম্যাচ।

সুপার ফোরে বাংলাদেশ ম্যাচের সূচি

সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামীকাল, শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ে। একই মাঠে ২৪ সেপ্টেম্বর ভারত ও ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে লিটন দাসের দল। বাংলাদেশের তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ৮টা ৩০ মিনিটে।

সম্পর্কিত নিবন্ধ