নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল কারখানায় গ্যাসের মিটার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

নিহতরা হলেন—লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মৃত মো.

শফিকের ছেলে মো. আব্দুল হান্নান (৫০) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার মৃত মো. রফিকের ছেলে কবির হোসেন (৪৫)।

তারা দুজনই রূপসী কাজীপাড়া এলাকার জৈনপুরী আশরাফিয়া টেক্সটাইল মিলের নিরাপত্তাকর্মী ছিলেন।

গত ১ মে সকালে কারখানাটির উৎপাদন বন্ধ থাকা অবস্থায় গ্যাসের অতিরিক্ত চাপে মিটার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে—এ তথ্য জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।

ডা. শাওন বলেন, “শরীরের ৫৩ শতাংশ দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন কবির। সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান। এর আগে রাত ২টা ৪০ মিনিটে আইসিইউতে মারা যান হান্নান। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।”

অগ্নিকাণ্ডে কারখানার চারজন নিরাপত্তাকর্মী দগ্ধ হন। তাদের মধ্যে সাইফুল ইসলাম (৩২) নামের একজন এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তার শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছে।

আগুন লাগার ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল্লাহ আল আরেফিন বলেন, মে দিবসে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় উচ্চ চাপে গ্যাসের মিটার বিস্ফোরিত হয়। সেখান থেকে আগুন ধরে যায়। এতে চারজন নিরাপত্তা প্রহরী দগ্ধ হন।

বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার লোকজন ও স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয় বলেও জানান তিনি।

তবে এই ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

তিনি বলেন, ঘটনার পর পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে আমরা ফলোআপ রাখছি। তবে কোনো পক্ষ চাইলে এই ঘটনায় মামলা করতে পারেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: র পগঞ জ ত কর ম

এছাড়াও পড়ুন:

আম পাড়তে গিয়ে পড়ে কিশোরের মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাহাটে গাছ থেকে আম পাড়তে গিয়ে পড়ে রাকিবুল কাজী রাঙ্গা (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) বিকেলে উপজেলার কোদালিয়া গ্রামে প্রতিবেশীর গাছ থেকে আম পেড়ে দিতে গিয়ে পা ফসকে পড়ে যায় রাঙ্গা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত রাঙ্গা মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের  মহিদুল কাজীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের মাহাবুব হোসেন ও তামান্না দম্পতির অনুরোধে তাদের গাছ থেকে আম পেড়ে দিতে গাছে উঠেছিল রাঙ্গা। এ সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই রাঙ্গাকে কোদালিয়া বাজারে একজন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ জেলা আ.লীগ নেতার মৃত্যু 

রূপগঞ্জে কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ২ নিরাপত্তাকর্মীর মৃত্যু

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাটে মর্গে পাঠানো হয়েছে। 
 

ঢাকা/শহিদুল/বকুল

সম্পর্কিত নিবন্ধ