পুরো জার্নিটা আমার জন্য শিক্ষণীয় ছিল: সারিকা সাবাহ
Published: 8th, May 2025 GMT
‘‘ওয়েব সিরিজে এর আগেও অভিনয় করেছি। এবারই প্রথম বড় ক্যানভাসের ‘গুলমোহর’ সিরিজে অভিনয়ের সুযোগ হয়েছে। এটি মূলত পারিবারিক সমস্যার গল্পের সিরিজ। নিজের অভিনীত চরিত্রটি নিয়ে আপাতত কিছু না বলা গেলেও আমি খুব আশাবাদী কাজটি নিয়ে। অনেক অপেক্ষা ছিল সিরিজটি নিয়ে। অবশেষে এটি মুক্তি পেতে যাচ্ছে। অপেক্ষার প্রহর ফুরোলো।’’
নিজের অভিনীত ওয়েব সিরিজ নিয়ে এভাবে বললেন অভিনেত্রী ও মডেল সারিকা সাবাহ। সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত আট পর্বের এ সিরিজটি আগামী ১৫ মে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে। এ সিরিজটির মাধ্যমে বেশ বিরতির পর সাবাহর কোনো ওয়েব সিরিজ মুক্তি পেতে যাচ্ছে ওটিটিতে।
সিরিজটি সম্পর্কে সাবাহ আরও বলেন, ‘সিরিজটি মুক্তি পাবে, এটি ভেবে আমি বেশ নার্ভাস। জানি না কেমন হবে। দর্শক-প্রতিক্রিয়ার পর বোঝা যাবে কেমন অভিনয় করেছি। নির্মাতা শাওকী ভাই বেশ যত্ন নিয়ে সিরিজটি নির্মাণ করেছেন। আমিও আমার চরিত্রে সর্বোচ্চ শ্রম দিয়েছি। চেষ্টা করেছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। এ সিরিজটির মাধ্যমে দর্শক অন্য এক সারিকা সাবাহকে আবিষ্কার করবেন। আশা করছি, এটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’
গুলমোহর সিরিজটিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘গুলমোহরে কাজের আগে শাওকী ভাই সম্পর্কে এত প্রশংসা শুনেছি, এ কারণে তাঁর সঙ্গে কাজের প্রতি আলাদা একটা লোভ ছিল। শুটিংয়ের পুরো জার্নিটা আমার জন্য ছিল লার্নিং প্রসেস। এখানে অনেক গুণী শিল্পীর সঙ্গে অভিনয়ের সুযোগ হয়েছে। দারুণ একটি টিম ছিল। অভিনয় জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু এই সিরিজের মতো চরিত্র একটিও পাইনি। আমার নিজের চেয়ে ম্যাচিউরড একটি চরিত্র। চরিত্রটিতে অনেক বাঁক আছে। এতে অভিনয়ের জন্য আমাকে ওজন কমাতে হয়েছে। যখন এতে অভিনয় করি তখন বুঝতে পারিনি চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং ছিল।
অভিনয় শেষ হলে বুঝতে পেরেছি, এটি কতটা চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। মনিটরে কাজ দেখে মনে হয়েছে কিছু একটা করেছি। শুটিং শেষে সবার সঙ্গে আড্ডা দিয়েছি। শুধু আমি নই, সবাই কাজটি করে তৃপ্ত।’
এদিকে সারিকা সাবাহ আপাতত নাটকে অভিনয় করছেন না। তবে জানান, আবারও তিনি শিগগিরই নতুন নাটকে কাজ শুরু করবেন। হাতে বেশ কিছু চিত্রনাট্য জমেছে। সেগুলো যাচাই-বাছাই করছেন। সর্বশেষ সারিকাকে ‘দুই জোনাকির গল্প’, ‘ঈদ কার্ড’, ‘মি অ্যান্ড মাই এক্স’ নাটকে দেখা গেছে।
নাটকগুলোতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, জোভান ও তৌসিফ মাহবুব। আপাতত নাটকে অভিনয় না করলেও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন তিনি। সারিকা সাবাহ জানান, এরইমধ্যে প্রচারে আসা তাঁর কিছু বিজ্ঞাপন দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। একটি হলো শঙ্খ দাশগুপ্তর নির্দেশিত ‘ভিম লিকুইডার’ ও অন্যটি সাবরিনা আইরিনের ‘বিকাশ’-এর বিজ্ঞাপন।
মুহম্মদ মুস্তাফা কামাল রাজের ফ্যামিলি ক্রাইসিসে ‘ঝুমুর’ চরিত্রটি দিয়ে নিজের জাত চিনিয়েছেন সারিকা সাবাহ। এতে অভিনয় করার পরই তাঁকে সবাই ঝুমুর নামেই ডাকছেন। এটি একজন অভিনয়শিল্পীর জন্য বড় পাওয়া বলে জানালেন এই অভিনেত্রী। এরপর তাঁকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। ভালো গল্পনির্ভর চলচ্চিত্রে কাজের ইচ্ছা রয়েছে সাবাহর। জনপ্রিয়তার মোহে গা ভাসানো নয় বরং কাজের মধ্য দিয়ে দর্শক-মনে দাগ কাটতে চান তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: চর ত র র জন য স র জট
এছাড়াও পড়ুন:
বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা
বরিশালে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আক্তার ফারুক শাহীনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন বিএনপির পদ স্থগিত থাকা আইনজীবী বিলকিস আক্তার জাহান শিরিন। বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী মামলার পরবর্তী দিন আগামী ১ সেপ্টেম্বর ধার্য করেন ও শাহীনের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। শাহীন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত বছর ১১ আগস্ট ‘বরিশালে ১০ কোটি টাকার পুকুর ভরাটের চেষ্টা বিএনপি নেত্রী শিরিনের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ছিল ষড়যন্ত্রমূলক। তার দাদা ৬৫ বছর পূর্বে পুকুরটি ক্রয় করেছেন। ওয়ারিশ সূত্রে তিনি আধা শতাংশ মালিকও নন। এর মূল্যে কোনোভাবেই ১০ কোটি টাকা হতে পারে না। তাছাড়া পুকুরটি এখন ব্যবহার অযোগ্য। সেটি ভরাটের সঙ্গে তিনি (শিরিন) কোনোভাবেই জড়িত নন।
মামলা করা পর বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে আইনজীবী শিরিন বলেন, ‘সংবাদটি প্রকাশ করে আমার রাজনৈতিক ও পরিবারের সামাজিক ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। একাধিক প্রতিবাদ লিপি দিলেও পত্রিকাটির কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। ব্যুরো প্রধানকে পর পর দিনটি আইনি নোটিশ দিলেও তিনি জবাব দেননি’।
এ বিষয়ে সাংবাদিক শাহিন বলেন, ‘জাল দলিল সূত্রে পুকুরটির মালিকানা বদল হয়েছে। দালিলিকভাবে সেটি জনস্বার্থে ব্যবহারের জন্য উন্মুক্ত পুকুর। জলাশয় আইনে এটি ভরাট করা অপরাধ। ৫ আগস্টের পর পটপরিবর্তনের পর শিরিনের ভাই শামিম সশরীরে উপস্থিত থেকে পুকুর ভরাট করেন। ভরাট করায় পরিবেশ অধিদপ্তর যে নোটিশ দিয়েছে, তাতেও শিরিনের নামও রয়েছে। মামলার বিষয়টি আদালতে আইনিভাবে মোকাবিলা করা হবে’।