শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার উপাদান রয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। 

শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপা নতুন বাজারে বণিক সমিতির আয়োজনে সর্বস্তরের নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আওয়ামী লীগ গণহত্যাকারী, খুনি ও ফ্যাসিস্ট একটি দল। জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জুলাই বিপ্লবে তারা দুই হাজার মানুষকে খুন করেছে। ৩০ হাজার মানুষকে পঙ্গু করেছে। এর পেছনে একমাত্র আওয়ামী লীগের অবদান রয়েছে। ফলে শেখ মুজিবের রেখে যাওয়া কালো আইনে সরকার চাইলে দলটিকে নিষিদ্ধ করতে পারে।’

তিনি বলেন, ‘গত ১৭ বছরে বাংলাদেশে ৭০০ মানুষকে খুন করা হয়েছে। সাড়ে চার হাজার মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে। ৬০ লাখ মানুষের নামে গায়েবি মামলা করা হয়েছে। এই যখন অবস্থা, তখন সবকিছু মানবতাবিরোধী অপরাধ বলে গণ্য হবে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করবেই, ইনশাআল্লাহ।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, পৌর বিএনপি সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান বাবলু, বণিক সমিতির সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুর সবুর খানসহ অনেকে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১০ মে ২০২৫)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আছে দুটি ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা ও লা লিগায় আছে কয়েকটি ম্যাচ।বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

রহতমতগঞ্জ–ফকিরেরপুল
বিকেল ৪টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

পুলিশ এফসি–আবাহনী
বিকেল ৪টা, টি স্পোর্টস

জার্মান বুন্দেসলিগা

ব্রেমেন–লাইপজিগ
সন্ধ্যা ৭–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

বায়ার্ন মিউনিখ–মনশেনগ্লাডবাখ
রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

ইংলিশ প্রিমিয়ার লিগ

সাউদাম্পটন–ম্যানচেস্টার সিটি
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ফুলহাম–এভারটন
রাত ৮টা,  স্টার স্পোর্টস সিলেক্ট ২

বোর্নমাউথ–অ্যাস্টন ভিলা
রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

আতলেতিকো মাদ্রিদ–সোসিয়েদাদ
রাত ১টা, স্পোর্টজেডএক্স অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ