লঞ্চে নারীদের মারধর, যা বললেন চমক-সুনেরাহ
Published: 11th, May 2025 GMT
মাদক-অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নোঙর করা একটি লঞ্চে নারীদের প্রকাশ্যে মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে এ ঘটনা ঘটে। প্রকাশ্যে নারীদের প্রহার করার ঘটনায় সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়।
এ প্রসঙ্গে কথা বলেছেন দেশের জনপ্রিয় দুই অভিনেত্রীও। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল তার ফেসবকে এই ঘটনার ছবি দিয়ে স্ট্যাটাস দিয়েছেন। তিনি বিরক্তি প্রকাশ করেছেন। অভিনেত্রী লেখেন, ‘বিরক্তির সীমা থাকা দরকার’।
এ ঘটনায় মুখ খুলেছেন আরেক অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিক মাধ্যমে সেই ঘটনার দুটি ছবি প্রকাশ করে ক্যাপশনে চমক লেখেন, ‘এই পুকি ভাইটিকে ভাই হিসেবে একটু আপ্যায়ন করা দরকার। ভাইয়ের ক্ষমতা বোধহয় একটু বেশি হয়ে গেছে!’
নারীদের নিরাপত্তা ও মব নিয়েও প্রশ্ন তুললেন অনেকে। জানা যায়, এ হামলা ও মারধরের ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নেহাল আহমেদ জিহাদকে (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ন র হ ব নত ক ম ল
এছাড়াও পড়ুন:
আতিকুল, শহীদুল, জিয়াউলসহ ১৩ আসামি ট্রাইব্যুনালে
জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত হত্যা, গণহত্যা ও ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি রয়েছে।
এসব মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ১৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ ট্রাইব্যুনালে আনা আসামিদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক কয়েকজন সদস্য রয়েছেন। তাঁরা হলেন পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক সহকারী কমিশনার জাবেদ ইকবাল, উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান ও কনস্টেবল হোসেন আলী।
আসামিদের মধ্যে আওয়ামী লীগের নেতারা আছেন। তাঁরা হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন ও ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন।