মুন্সিগঞ্জে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মহিলা পরিষদের নিন্দা
Published: 12th, May 2025 GMT
মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির জন্য থেমে থাকা একটি লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ সোমবার মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এক যৌথ বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ১১ মে ঢাকা থেকে চাঁদপুরগামী একটি লঞ্চ মুন্সিগঞ্জে যাত্রাবিরতির সময় দুই তরুণী ঘাটে নেমে কিছু কেনাকাটার জন্য গেলে স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে বাগ্বিতণ্ডার সূত্র ধরে লঞ্চে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় ওই দুই তরুণীর শ্লীলতাহানির চেষ্টা করা হয় এবং প্রকাশ্যে এক যুবক বেল্ট দিয়ে তাঁদের মারধর করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।
বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, এ ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং নারীর প্রতি বিদ্বেষ, অবমাননা ও সহিংসতার সামাজিক ও সাংস্কৃতিক প্রবণতারই প্রতিফলন। বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতা যেভাবে বাড়ছে, তা আমাদের সমাজের এক ভয়াবহ সংকেত বহন করছে। এটি নারীর মৌলিক অধিকার, নিরাপত্তা এবং সম্মানকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলছে।’
আরও পড়ুনলঞ্চে দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানো সেই তরুণ দুই দিনের রিমান্ডে১ ঘণ্টা আগেবিবৃতিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও সহিংসতাকে উৎসাহিত করে এমন অপচেষ্টা দ্রুত দমন করতে হবে। এ ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রপ্তার, নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এ ছাড়া নারীর প্রতি সহিংসতা ও অমর্যাদার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং গণসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছে মহিলা পরিষদ।
আরও পড়ুনলঞ্চে দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানো সেই তরুণ আটক, বললেন ‘আমার ভুল হয়েছে’১০ মে ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল
এ বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ইউটিউবার–অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। ভারতের ইউটিউবার রাজ শামানির সঙ্গে পডকাস্টে সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন চাহাল।
ভারতের হয়ে ২০২৩ সালে সর্বশেষ খেলা এই লেগ স্পিনার জানিয়েছেন, কয়েক বছর ধরেই তাঁর ও ধনশ্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। তবু তাঁরা এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত ব্যক্তিগত জীবনের ঝামেলা সামনে নিয়ে আসেননি। তিনি আরও জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান এবং একপর্যায়ে আত্মহত্যা করার কথাও ভাবেন।
আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১ ঘণ্টা আগেভারতের হয়ে ৭২ ওয়ানডে ও ৮০ টি–টোয়েন্টি খেলা চাহালের কাছে রাজ শামানি জানতে চেয়েছিলেন, ঠিক কী কারণে তাঁদের সম্পর্কটা ভেঙে গেল? ৩৫ বছর বয়সী চাহালের উত্তর, ‘বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ব্যাপারটা সামনে আনব না।’
২০১৬ সালের জুনে ভারতের হয়ে অভিষেক চাহালের। চার বছর পর ধনশ্রীকে বিয়ে করেন তিনি। চাহাল জানিয়েছেন, জাতীয় দলে হয়ে খেলায় তাঁর ব্যস্ত হয়ে পড়া এবং ধনশ্রীরও নিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় কেউ কাউকে সময় দিতে পারেননি। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন চাহাল।
যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা