চিত্রনায়ক ওমর সানী বরাবরই নিজের মতপ্রকাশে দ্বিধাহীন। ফেসবুকে সহকর্মীদের সঙ্গে মত মিলিয়ে কিংবা একা, প্রকাশ করেন নিজের অবস্থান। সোমবার চিত্রনায়ক অমিত হাসান ফেসবুকে লেখেন, ‘শিল্পী সমিতি আছে, কিন্তু শিল্পী নাই..।’ মন্তব্যের ঘরে সমর্থন জানিয়ে ওমর সানী লেখেন, ‘একদম সত্যি, ভালো বলেছিস।’
এর পরের কথাগুলো ওমর সানী বলেন প্রথম আলোকে। ক্ষোভ ঝাড়লেন শিল্পী সমিতি নিয়ে।

ওমর সানীর অভিযোগ, ‘এমন দুরবস্থা কোনো দিন কল্পনাও করিনি। জায়েদ খান সমিতিতে এসে যা ইচ্ছা তা–ই করেছে। নিপুণ জোর করে দায়িত্ব পালন করেছে। শিল্পী সমিতি ঘিরে কোটি টাকার খেলা হয়েছে। সঙ্গে ছিল নানা রকম নোংরামি। এসব দেখে আমাদের মতো শিল্পীদের লজ্জায় মুখ লুকাতে হয়েছে। বলতে পারেন, শিল্পী হিসেবে আমাদের একরকম মেরে ফেলা হয়েছে।’

ওমর সানী.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ওমর স ন

এছাড়াও পড়ুন:

এ প্লাস না পাওয়ার মিষ্টি

আগের পর্বআরও পড়ুনআবহাওয়ার পূর্বাভাস দেখতে গিয়ে...৮ মিনিট আগে

সম্পর্কিত নিবন্ধ