পরিবর্তন আসছে নীতিমালায়, কঠিন হচ্ছে যুক্তরাজ্যে অভিবাসন
Published: 13th, May 2025 GMT
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি সরকার নতুন অভিবাসন নীতিমালার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ব্রিটেনের সীমান্তের ‘নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার’ অঙ্গীকার করেছেন। সোমবার বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
নতুন নীতিমালা অনুসারে, যুক্তরাজ্যে কমপক্ষে ১০ বছর স্থায়ীভাবে বসবাস করার আগে কেউ অভিবাসনের যোগ্যতা অর্জন করবেন না। বর্তমান নীতিতে এ সময়সীমা পাঁচ বছর। পাশাপাশি, ইংরেজি ভাষায় দক্ষতার মানদণ্ডও আরও কঠোর করা হবে। পোষ্য কোটায় প্রাপ্ত বয়স্করা যুক্তরাজ্যে অভিবাসন করতে চাইলে তাদেরও ইংরেজি ভাষার প্রাথমিক জ্ঞানের প্রমাণ দিতে হবে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, আমাদের দেশে যারা আসতে চান, তাদেরকে (যুক্তরাজ্যের) সমাজের অংশ হওয়ার অঙ্গীকার নিতে হবে এবং আমাদের ভাষা শিখতে হবে। তিনি বলেন, অভিবাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপ– যেমন কাজ, পরিবার ও পড়াশোনার মানদণ্ড আরও কঠোর করা হবে, যাতে আমাদের হাতে আরও বেশি নিয়ন্ত্রণ থাকে। এসবের (নীতির) প্রয়োগ আগের যে কোনো সময়ের তুলনায় কঠোর হবে।
বিশ্লেষকদের মতে, অভিবাসীর সংখ্যা কমাতে ও কট্টর ডানপন্থি দলগুলোর জনপ্রিয়তায় রাশ টেনে ধরতে এ নীতিমালা নিয়ে এসেছে লেবার পার্টি। স্টারমার জানান, তিনি ‘সীমান্ত উন্মুক্ত পরীক্ষার’ অবসান ঘটাতে চান। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার স্থানীয় সময় সোমবার পার্লামেন্টে এ-সংক্রান্ত শ্বেতপত্র উপস্থাপন করার কথা রয়েছে। এর আগে রোববার তিনি জানান, নতুন নীতিতে যুক্তরাজ্যের মাটিতে কোনো বিদেশি নাগরিক ফৌজদারি অপরাধ করলে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর বিধান যুক্ত করা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য ক তর জ য
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫