পাবনায় বাবুল শেখ ওরফে লগা বাবু (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত বাবুল শেখ ওই গ্রামের হোসেন শেখের ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্য। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বিজয়রামপুর গ্রামের একটি বাজারে চায়ের দোকানে প্রতি রাতে কলা-বিস্কুট খেতেন বাবুল শেখ। তবে সোমবার রাতে ওই দোকানে গেলেও তিনি কলা-বিস্কুট খাননি। রাত ১টার দিকে সেখান থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিছুদূর যেতেই একটি আমবাগানের পাশে দুর্বৃত্তরা তাকে চাপাতি দিয়ে মুখ কোপানো শুরু করে। পরে পিঠে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন বাবুলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি আব্দুস সালাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পাবনা জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার বিকেলে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। নিহত বাবুল শেখ চরমপন্থি নেতা ছিলেন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় দুটি ও আতাইকুলা থানায় একটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প বন

এছাড়াও পড়ুন:

পাবনায় চরমপন্থি নেতাকে কুপিয়ে গুলি করে হত্যা

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামে বাবুল শেখ (৪০) ওরফে লগা বাবু নামে একজনকে কুপিয়ে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত বাবুল শেখ চরমপন্থি নেতা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১২ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বিজয়রামপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত বাবুল শেখ বিজয়রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিজয়রামপুর গ্রামে ছোট্ট একটা বাজারে চায়ের দোকানে প্রতিদিন কলা বিস্কুট খেতে আসতেন বাবুল শেখ। ঘটনার রাতে তিনি কিছু না খেয়েই দোকান থেকে বের হন। অদূরে আমবাগানের পাশে পৌঁছামাত্র দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। দুর্বৃত্তরা বাবুল শেখকে চাপাতি দিয়ে মুখে একাধিক কোপায় এবং পিঠে একটি গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়। বিষয়টি টের পেলে তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কে বা কারা, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ ও পরিবারের লোকজন।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পাবার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ওসি আরো জানান, নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু একজন চরমপন্থি নেতা ছিলেন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় দু'টি ও আতাইকুলা থানায় একটি মামলা রয়েছে। প্রাথমিক ধারণা, দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে।

ঢাকা/শাহীন/টিপু 

সম্পর্কিত নিবন্ধ

  • পাবনায় চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
  • পাবনায় চরমপন্থি নেতাকে কুপিয়ে গুলি করে হত্যা