ঈদের সিনেমা দিয়ে অভিষেকেই আলোচনায়, দুই তরুণকে কতটা চেনেন
Published: 15th, May 2025 GMT
সিনেমার শুরুটা হয় লিমাকে (ফারজানা বুশরা) দিয়েই। বন্ধুদের সঙ্গে মজা করছেন একটা গ্ল্যামারাস মেয়ে। তবে দ্রুতই খুনের দায়ে অভিযুক্ত হন লিমা। তখন দেখা যায় তাঁর ভিন্ন রূপ। পুলিশের হাতে গ্রেপ্তারের পর যখন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন, তখন তিনি ভেঙে পড়েন। দুই দৃশ্যে লুক বদলের সঙ্গে সঙ্গে শরীরী ভাষা, কথা বলার ঢং—সবই আলাদা। তবে দুটি দৃশ্যেই বেশ ভালোভাবে উতরে গেছেন বুশরা। এ প্রসঙ্গ দিয়েই শুরু হলো আলাপ। প্রথম সিনেমাতেই এমন বহুমাত্রিক আর ধূসর একটি চরিত্রে রাজি হলেন? ‘ঠিক এটাই আমাকে আকর্ষণ করেছিল। লিমা বাইরে থেকে সাধারণ, ভেতরে তার গভীরতা অসীম। শুরুটা তো সবাই চেনা-পরিচিত চরিত্র দিয়ে করে, কিন্তু আমি ভেবেছি, ভিন্ন কিছু দিয়ে পথচলা শুরু করাই বরং বেশি চ্যালেঞ্জিং হবে। তাই এমন চরিত্রের সুযোগ পেয়ে একমুহূর্তও ভাবিনি, লুফে নিয়েছি,’ বললেন বুশরা।
ফারজানা বুশরা। শিল্পীর সৌজন্যে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এস্পানিওলকে হারিয়ে ২৮তম লিগ শিরোপা জয় নিশ্চিত বার্সার
পরিস্কার হিসাব ছিল বার্সেলোনার সামনে। এস্পানিওলকে তাদের মাঠে হারাতে পারলেইচ্যাম্পিয়ন। আরসিডিই স্টেডিয়ামে বার্সাকে সেই হিসাবই মিলিয়ে দিলেন লামিনে ইয়ামাল ও ফারমিন লোপেজ। তাঁদের গোলে নগর প্রতিদ্বন্দ্বি এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ২৮তম লিগ শিরোপা জয় নিশ্চিত করেছে বার্সা। সর্বোচ্চ ৩৬বার লিগ জিতেছে রিয়াল।
৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে হান্সি ফ্লিকের দল। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। দুটি দলই আর দুটি করে ম্যাচ খেলবে। নিজেদের দুই ম্যাচ জিতলেও বার্সার সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান কমানো রিয়ালের পক্ষে সম্ভব হবে না
আরও পড়ুনস্টেডিয়ামের পাশে গাড়িচাপায় ১৩ জন আহত, কিছুক্ষণ বন্ধ ছিল এস্পানিওল-বার্সা ম্যাচ৫৯ মিনিট আগেএস্পানিওল প্রথমার্ধের ১২ ও ১৬ মিনিটে গোলের দুটি পরিস্কার সুযোগ পেয়েছে। ১২তম মিনিটে হাভি পুয়েদোর শট ডান পাশের পোস্ট ঘেঁষে চলে যায়। এর চার মিনিট পরই বার্সা গোলকিপার ভয়চেক সেজনিকে একা পেয়েও গোল করতে পারেননি পুয়েদো। বল সেজনির হাতে তুলে দিয়েছেন।
প্রথমার্ধে বার্সাও গোলের সুযোগ পেয়েছে। ইয়ামাল-তোরেসরা সুযোগ কাজে লাগাতে পারেননি। কিন্তু বিরতির পর ৫৩ মিনিটে ডান প্রান্ত থেকে ইয়ামালের বাঁ পায়ের ‘ট্রেডমার্ক’ বাঁকানো শটে গোল পেয়ে যায় বার্সা। চলতি মৌসুমে এটি ইয়ামালের ১৭তম গোল। চোখ ধাঁধানো এই গোলের পর বার্সা ম্যাচের শেষ গোলটি পেয়েছে যোগ করা সময়ের পাঁচ মিনিটে। বক্সের ভেতর অরক্ষিত বল পেয়ে শট নেন তোরেস। পাসের উৎস ছিলেন ইয়ামাল। এবার লা লিগায় এ নিয়ে ১৩ গোল করালেন ইয়ামাল। গোল করানোয় তাঁর ওপরে আর কেউ নেই।
নির্ধারিত সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে ১০ জনে পরিণত হয়েছিল এস্পানিওল। ৮০ মিনিটে ইয়ামালকে কনুই দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন এস্পানিওলের উরুগুয়ে ডিফেন্ডার লেয়ান্দ্রো কাবরেরা।
আরও পড়ুনআর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ডের কোচরা কে কত টাকা বেতন পান১৪ ঘণ্টা আগেবার্সা কোচ হিসেবে প্রথম মৌসুমেই দারুণ সাফল্য পেলেন ফ্লিক। ক্লাবটিতে অভিষেক মৌসুমেই জিতলেন কোপা দেল রে, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। শুক্রবার লিগ শিরোপা নিয়ে বার্সেলোনা শহরে উদ্যাপন করবে ফ্লিকের দল।
লিগ শিরোপা জয়ের মধ্য দিয়ে ঘরোয়া সব শিরোপাই জিতল বার্সা। গত জানুয়ারিতে জিতেছে সুপার কাপ, গত মাসে কোপা দেল রে এবং এরপর লিগ শিরোপাও কাতালান ক্লাবটির ঘরে উঠল।
মজার বিষয়, নব্বই দশক থেকে ক্যাম্প ন্যুতে বার্সা মাত্র দুবার লিগ শিরোপা জয় নিশ্চিত করতে পারলেও নগর প্রতিদ্বন্দ্বি এস্পানিওলের মাঠে একুশ শতকে ঘরের চেয়ে বেশিবার লিগ শিরোপা জয় নিশ্চিত করেছে।
২০২৩ সালে এস্পানিওলের মাঠেই লিগ জয় নিশ্চিত হয়েছিল বার্সার। ২০১৩ সালে এস্পানিওলের মাঠে রিয়াল মাদ্রিদ ড্র করায় লিগ নিশ্চিত হয়েছিল তাদের।