সিনেমার শুরুটা হয় লিমাকে (ফারজানা বুশরা) দিয়েই। বন্ধুদের সঙ্গে মজা করছেন একটা গ্ল্যামারাস মেয়ে। তবে দ্রুতই খুনের দায়ে অভিযুক্ত হন লিমা। তখন দেখা যায় তাঁর ভিন্ন রূপ। পুলিশের হাতে গ্রেপ্তারের পর যখন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন, তখন তিনি ভেঙে পড়েন। দুই দৃশ্যে লুক বদলের সঙ্গে সঙ্গে শরীরী ভাষা, কথা বলার ঢং—সবই আলাদা। তবে দুটি দৃশ্যেই বেশ ভালোভাবে উতরে গেছেন বুশরা। এ প্রসঙ্গ দিয়েই শুরু হলো আলাপ। প্রথম সিনেমাতেই এমন বহুমাত্রিক আর ধূসর একটি চরিত্রে রাজি হলেন? ‘ঠিক এটাই আমাকে আকর্ষণ করেছিল। লিমা বাইরে থেকে সাধারণ, ভেতরে তার গভীরতা অসীম। শুরুটা তো সবাই চেনা-পরিচিত চরিত্র দিয়ে করে, কিন্তু আমি ভেবেছি, ভিন্ন কিছু দিয়ে পথচলা শুরু করাই বরং বেশি চ্যালেঞ্জিং হবে। তাই এমন চরিত্রের সুযোগ পেয়ে একমুহূর্তও ভাবিনি, লুফে নিয়েছি,’ বললেন বুশরা।

ফারজানা বুশরা। শিল্পীর সৌজন্যে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ