কুষ্টিয়ার কুমারখালীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক পল্লী চিকিৎসককে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১৬ মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত পল্লী চিকিৎসক জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্রামের মৃত বাদশা শাহের ছেলে বারিক শাহ (৫৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্ত্রীর অসুস্থতার অজুহাতে প্রতিবেশী এক মাদ্রাসার শিক্ষার্থীকে বাড়িতে ডেকে আনেন বারিক। পরে কলার সঙ্গে চেতনানাশক মিশিয়ে ওই শিক্ষার্থীকে খেতে দেন তিনি। খাওয়ার পরে শিক্ষার্থী জ্ঞান হারালে তাকে ধর্ষণ করেন বারিক।

আরো পড়ুন:

নড়াইলে হত্যা মামলার আসামি মাদারীপুরে গ্রেপ্তার

শিক্ষার্থীকে ধর্ষণ: তিন জনের যাবজ্জীবন

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

সোলায়মান শেখ বলেন, ‘‘মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় পল্লী চিকিৎসককে গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে সড়ক অবরোধ এনসিপি ও বৈষম্যবিরোধীদের, তীব্র যানজট

চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়ক অবরোধ করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অবরোধের কারণে ব্যস্ততম এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আজ বুধবার সড়ক অবরোধ করেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 

আন্দোলনকারীদের দাবি, তারা পটিয়ায় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিষয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কথা বলতে এসেছিলেন। কিন্তু ডিআইজি কথা বলতে রাজি হননি। 

তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে কার্যালয়ে ডেকেছিলেন। তারা কার্যালয়ে যেতে রাজি হননি। তারা ডিআইজিকে কার্যালয়ের বাইরে এসে কথা বলার দাবি জানান।

নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, ‘তাদেরকে ডিআইজি স্যারের কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা না গিয়ে সড়ক অবরোধ করেছেন।’

এর আগে, বিকেল তিনটার দিকে চট্টগ্রামে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সম্পর্কিত নিবন্ধ