আমি আমার মাকে খুব ভালোবাসি। আদর করে মাকে মাম্মি বলে ডাকি। গত বছর আমার একটা বোন হয়েছে। ওর বয়স এখন মাত্র এক বছর। মাম্মি আমাদের ২ জনকে জামা কিনে দেন। প্রতিদিন বিকেলে আমাদের মজার মজার নাশতা খাওয়ান। বেড়াতে নিয়ে যান। মাম্মি আমাকে পড়ান। তাই আমি প্রতিবার প্রথম হই। মাম্মি কখনও আমাকে বকা দেন না। আমার খুব ভালো লাগে। মাম্মি আমাকে চকলেট, আইসক্রিম খেতে দেন। আমি বায়না করলে আমার বায়না পূরণ করেন। মাম্মি আমাকে খুব ভালোবাসেন। আমি মাম্মির এবং মাম্মি আমার সবচেয়ে ভালো বন্ধু।
n বয়স : ৩+৩+৩ বছর; চতুর্থ শ্রেণি, পাতাবাহার একাডেমি, বগুড়া
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত