গাজীপুরের টঙ্গীতে উড়ালসড়কের ওপর ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টেশিস কারখানাসংলগ্ন উড়ালসড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রনজু খাঁ (৩০)। তিনি পাবনার সদর থানার মজিদপুর গ্রামের বাসিন্দা ও পেশায় গাড়িচালক ছিলেন।

পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, রনজু খাঁ সপরিবার গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় বসবাস করতেন। সেখানে থেকে তিনি রাজধানীর উত্তরায় এক ব্যক্তির গাড়ি চালাতেন। প্রতিদিন মোটরসাইকেল নিয়ে টঙ্গী থেকে কর্মস্থল উত্তরায় যাওয়া-আসা করতেন। গতকাল রাতে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রনজু। পথে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা তাঁর গতি রোধ করে। ছিনতাইয়ে বাধা সৃষ্টি করায় তাঁকে ছুরিকাঘাত করে ছিনতাইকারী চক্রটি। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত তিনটার দিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

রনজুর ছোট ভাই শরিফুল ইসলাম জানান, আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতাল থেকে তাঁর ভাইয়ের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান। তিনি বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ডাকছে এই ব্রাজিলিয়ানকে

১৯৯৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। সেবার ঘানাকে হারিয়ে ছোটদের এই বিশ্বকাপ প্রথম জিতেছিল ব্রাজিল। কার্লোস সিজার রামোসের সেই দলে ছিলেন রোনালদিনিও, জিওভান্নি, ফাবিও সান্তোস, ফাবিও পিন্তোরা। শুধু রোনালদিনিও-ই এই দল থেকে পরে বড় মাপের তারকা হয়েছেন। অন্যরা সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি—কথাটি ঠিক আবার ভুলও!

আরও পড়ুনইন্টারের বিদায়ের পর মার্তিনেজের কড়া বার্তা, লড়তে না চাইলে চলে যাও১৯ ঘণ্টা আগে

ব্রাজিলের সেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপজয়ী দলের একজন এখনো খেলে যাচ্ছেন। বয়স তাঁকে ৪৪ বছরে নিয়ে এসে দাঁড় করালেও গ্লাভসজোড়া তুলে রাখার যেন কোনো ইচ্ছাই তাঁর নেই। বরং তারকা না হয়েও এ বয়সে তাঁর ম্যাচ খেলার পরিসংখ্যান দেখলে কুঁড়ি-পঁচিশের ফুটবলাররাও চমকে যেতে পারেন। ২০২২ সাল থেকে ফ্লুমিনেন্সের হয়ে এ পর্যন্ত ২২২ ম্যাচ তিনি খেলেছেন! আগের তিনটি মৌসুমের একেকটিতে ৬০টির বেশি ম্যাচ খেলেছেন। এ মৌসুমে সংখ্যাটা একটু কমে এখন পর্যন্ত ৩৫।

নাম তাঁর ফাবিও দেভিসন লোপেজ মাসিয়েল। ব্রাজিলিয়ান লিগ কিংবা ক্লাব বিশ্বকাপে চোখ রাখলে শুধু ‘ফাবিও’ নামে তাঁকে চিনতে পারেন। যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় ফাবিও। যদিও ফ্লুমিনেন্স–সমর্থকেরা তাঁর এ পরিচয়ে আপত্তি তুলতে পারেন। ফাবিও ব্রাজিলিয়ান ক্লাবটির গোলকিপার, সেটাও যেনতেন গোলকিপার নন; এই তো মাত্র পাঁচ দিন আগে গ্রুপ পর্বে পাচুকার বিপক্ষে ২-০ গোলের জয়ে দারুণ এক রেকর্ড গড়েন ফাবিও। ইতালিয়ান কিংবদন্তি জিয়ানলুইজি বুফনকে পেছনে ফেলে ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে (৫০৭) ক্লিনশিট রাখার রেকর্ড গড়েন।

৪৪ বছর বয়সেও পোস্টের নিচের নিয়মিত দেখা যায় ফাবিওকে

সম্পর্কিত নিবন্ধ