টঙ্গীতে উড়ালসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারের চালক নিহত
Published: 17th, May 2025 GMT
গাজীপুরের টঙ্গীতে উড়ালসড়কের ওপর ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টেশিস কারখানাসংলগ্ন উড়ালসড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রনজু খাঁ (৩০)। তিনি পাবনার সদর থানার মজিদপুর গ্রামের বাসিন্দা ও পেশায় গাড়িচালক ছিলেন।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, রনজু খাঁ সপরিবার গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় বসবাস করতেন। সেখানে থেকে তিনি রাজধানীর উত্তরায় এক ব্যক্তির গাড়ি চালাতেন। প্রতিদিন মোটরসাইকেল নিয়ে টঙ্গী থেকে কর্মস্থল উত্তরায় যাওয়া-আসা করতেন। গতকাল রাতে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রনজু। পথে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা তাঁর গতি রোধ করে। ছিনতাইয়ে বাধা সৃষ্টি করায় তাঁকে ছুরিকাঘাত করে ছিনতাইকারী চক্রটি। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত তিনটার দিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
রনজুর ছোট ভাই শরিফুল ইসলাম জানান, আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতাল থেকে তাঁর ভাইয়ের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান। তিনি বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টঙ্গীতে উড়ালসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারের চালক নিহত
গাজীপুরের টঙ্গীতে উড়ালসড়কের ওপর ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টেশিস কারখানাসংলগ্ন উড়ালসড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রনজু খাঁ (৩০)। তিনি পাবনার সদর থানার মজিদপুর গ্রামের বাসিন্দা ও পেশায় গাড়িচালক ছিলেন।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, রনজু খাঁ সপরিবার গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় বসবাস করতেন। সেখানে থেকে তিনি রাজধানীর উত্তরায় এক ব্যক্তির গাড়ি চালাতেন। প্রতিদিন মোটরসাইকেল নিয়ে টঙ্গী থেকে কর্মস্থল উত্তরায় যাওয়া-আসা করতেন। গতকাল রাতে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রনজু। পথে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা তাঁর গতি রোধ করে। ছিনতাইয়ে বাধা সৃষ্টি করায় তাঁকে ছুরিকাঘাত করে ছিনতাইকারী চক্রটি। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত তিনটার দিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
রনজুর ছোট ভাই শরিফুল ইসলাম জানান, আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতাল থেকে তাঁর ভাইয়ের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান। তিনি বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে।