Samakal:
2025-11-03@07:34:50 GMT

দুবাই থেকে দেশে ফিরছেন নাসুম

Published: 18th, May 2025 GMT

দুবাই থেকে দেশে ফিরছেন নাসুম

সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ দলের সঙ্গে আবারও যোগ দিয়েছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। ভিসা সমস্যার কারণে তিন দিন দুবাই বিমানবন্দরে আটকে থাকা এই দুই ক্রিকেটারের সব জটিলতা অবশেষে কেটে গেছে। ফলে জরুরি বিকল্প হিসেবে দুবাই পাঠানো নাসুম আহমেদকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সফরের শুরুতেই বিপাকে পড়েন লেগ স্পিনার রিশাদ ও পেসার নাহিদ। বৈধ ভিসার অভাবে দুবাই বিমানবন্দরে থাকতে হয় তাদের। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার বিকেলে দ্রুত বিকল্প হিসেবে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ও বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম গণমাধ্যমে জানান, ‘ভিসা জটিলতার কারণে আমরা নাসুমকে পাঠিয়েছিলাম। এখন যেহেতু রিশাদ ও নাহিদ দলের সঙ্গে যোগ দিয়েছে, তাই নাসুমকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।’

বর্তমানে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে খেলছে দুই ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। রিশাদ ও নাহিদ দ্বিতীয় ম্যাচের আগেই দলের প্রস্তুতিতে যোগ দেওয়ায় নাসুমকে রাখার প্রয়োজন হচ্ছে না। তাই তাকে ফেরত পাঠানো হচ্ছে। 

নাসুম আহমেদকে আমিরাতে পাঠানোর আগে তিনি ছিলেন সিলেটে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার দিনের প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে মাঠে নামার সম্ভাবনা আছে তার। সে লক্ষ্যে রোববারই দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে তার জন্য।

নাজমুল ফাহিম বলেন, ‘নাসুমকে দ্রুত সিলেটে পাঠানো হবে, যাতে বাংলাদেশ 'এ' দলের হয়ে দ্বিতীয় চার দিনের ম্যাচে অংশ নিতে পারে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন স ম আহম দ আম র ত

এছাড়াও পড়ুন:

মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার

প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা। 

কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।

মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ। 

এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা। 

কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে। 

কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে। 

ঢাকা/ইমরান/রফিক

সম্পর্কিত নিবন্ধ