এনসিসি ব্যাংক পিএলসি এবং বিকাশ লিমিটেড সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মাধ্যমে ২৪/৭ স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু করা হয়েছে। 

নতুন এই সেবার মাধ্যমে বিকাশের পরিবেশক, এজেন্ট এবং মার্চেন্ট যাদের এনসিসি ব্যাংকে অ্যাকাউন্টে রয়েছে, তারা রিয়েল টাইমে অর্থ জমা ও ই-মানি ট্রান্সফার করতে পারবেন। এটি একটি নিরাপদ ও সুবিধাজনক ডিজিটাল প্ল্যাটফর্ম, যা ২৪ ঘণ্টা লেনদেনের সুযোগ নিশ্চিত করবে এবং ব্যবসায়িক কার্যক্রম আরো কার্যকরভাবে পরিচালনায় সহায়তা করবে।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.

শামসুল আরেফিন এবং বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন।

আরো পড়ুন:

শ্রীলঙ্কায় ওয়ালটন ব্র্যান্ডের যাত্রা শুরু

সরকার পুঁজিবাজারের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করছে: ড. আনিসুজ্জামান

এ সময় এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ ও মো. মনিরুল আলম, হেড অব ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং বিকাশ-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “এটি একটি ডিজিটাল লেনদেনের প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বিকাশের পরিবেশক, এজেন্ট ও মার্চেন্টরা এনসিসি ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাদের ডিজিটাল ওয়ালেটে অর্থ স্থানান্তর করে ই-মানি জেনারেট করতে পারবেন এবং সেখান থেকে তা পুনরায় এনসিসি ব্যাংকে ট্রান্সফার করাও সম্ভব হবে।”

এই চুক্তি বাংলাদেশের ডিজিটাল আর্থিক খাতকে আরো সমৃদ্ধ করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আর্থিক অন্তর্ভুক্তিতে ত্বরান্বিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এনস স

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ