শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘অনলাইন রেফ্রিজারেটর মেলা’
Published: 21st, May 2025 GMT
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেড়ে যায় রেফ্রিজারেটর কেনার চাহিদা। কিন্তু বাজারে গিয়ে বিভিন্ন ব্র্যান্ডের শো-রুম ঘুরে যাচাই-বাছাই করে রেফ্রিজারেটর কেনার সময় ও সুযোগ হয়ে ওঠে না অনেকের। তাই দেশের শীর্ষস্থানীয় সব ব্র্যান্ডের রেফ্রিজারেটর একসঙ্গে দেখে পছন্দ করার সুযোগ এসেছে আবারও।
‘মানসম্পন্ন রেফ্রিজারেটর, সতেজ খাবার; ঝামেলাহীন প্রতিদিন, সুস্থ থাকুক পরিবার’ স্লোগানে আজ বুধবার (২১ মে) থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী অনলাইন রেফ্রিজারেটর মেলা।
চতুর্থবারের মতো এই মেলার আয়োজন করেছে প্রথম আলো ডটকম। এবারের মেলায় ব্যাংক পার্টনার ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং পাওয়ার্ড বাই এমইপি গ্রুপ।
এবারের আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে রেফ্রিজারেটর প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, ইলেক্ট্রোমার্ট লিমিটেড (কনকা), সিঙ্গার-বেকো, র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড (সনি-র্যাংগস), ট্রান্সকম ডিজিটাল, স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড (সনি-স্মার্ট) এবং মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিকস লিমিটেড।
সাত দিনব্যাপী এবারের অনলাইন মেলায় রেফ্রিজারেটর প্রদর্শনের পাশাপাশি থাকবে বিশেষ ছাড় ও অফারে রেফ্রিজারেটর কেনার সুযোগ। এ ছাড়া বাংলাদেশে রেফ্রিজারেটরের বাজার, দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের রেফ্রিজারেটরের বৈশিষ্ট্য, দরদাম, চলতি অফার, নির্দিষ্ট ব্র্যান্ডের রেফ্রিজারেটর নিয়ে জনপ্রিয় তারকাদের রিভিউ ভিডিওসহ নানা আয়োজন থাকবে।
২১ মে থেকে শুরু হওয়া অনলাইন রেফ্রিজারেটর মেলা চলবে ২৭ মে ২০২৫ পর্যন্ত। বিস্তারিত জানা যাবে refrigeratormela.
অনলাইনের পাশাপাশি দ্বিতীয়বারের মতো অফলাইনেও আয়োজন করা হয়েছে রেফ্রিজারেটর মেলা। আগামীকাল বৃহস্পতি থেকে রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী রেফ্রিজারেটর মেলা। চলবে প্রতিদিন বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত।
এ আয়োজনে থাকবে দেশি-বিদেশি সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডগুলোর স্টল, জনপ্রিয় তারকাদের উপস্থিতি, একাডেমিশিয়ান ও ইন্ডাস্ট্রি-এক্সপার্টদের অংশগ্রহণে ইন্ডাস্ট্রি ও ক্যারিয়ার গাইডলাইন সেশন, স্ট্যান্ডআপ কমেডি, বিশেষ ক্রোড়পত্র ইত্যাদি। থাকছে র্যাফেল ড্রতে মেগা পুরস্কার ফ্রিজ, ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট ও স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া মেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যা ছয়টার উপস্থিত দর্শনার্থীদের উপস্থিতিতে হবে ‘ইনস্ট্যান্ট র্যাফেল ড্র’। বিজয়ীরা পাবেন বিশেষ পুরস্কার।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
স্বামী-সন্তানের সঙ্গে বান্দরবানে বেড়াতে যাচ্ছিলেন, মোটরসাইকেল থেকে ছিটকে বাসের চাকায় মৃত্যু নারীর
চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ফজিলাতুন নেসা (২৮)। তিনি মাগুরা জেলার মহম্মদপুর থানার মহেশপুর গ্রামের আলিমুজ্জামান সুজনের স্ত্রী।
পুলিশ জানায়, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে গতকাল রোববার চট্টগ্রামে বেড়াতে আসেন ফজিলাতুন নেসা। তাঁদের ছয় বছর বয়সী সন্তানও সঙ্গে ছিল। গতকাল চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের একটি বাসায় তাঁরা রাত্রিযাপন করেন। সকালে সেখান থেকে মোটরসাইকেলে করে তাঁরা বান্দরবানের উদ্দেশে রওনা দেন। আলিমুজ্জামান মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং তাঁর পেছনে ছয় বছর বয়সী সন্তান হুমায়ের হাম্মাদ, এরপর ফজিলাতুন নেসা বসে ছিলেন।
সকাল ৮টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার নয়াহাট এলাকায় পৌঁছায় মোটরসাইকেলটি। সেখানে সামনে থাকা একটি লেগুনা হঠাৎ সড়কে থেমে গেলে তাৎক্ষণিক মোটরসাইকেলটির ব্রেক কষেন আলিমুজ্জামান। এ সময় ফজিলাতুননেসা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এর পরপরই পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ফজিলাতুন নেসাকে পিষ্ট করে। তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গতকাল রাতে চট্টগ্রাম নগরের যে বাসাটিতে ফজিলাতুন নেসা ছিলেন, সেটি তাঁর স্বামী আলিমুজ্জামানের বন্ধু রবিউল ইসলামের। দুর্ঘটনার খবর পেয়ে রবিউল ইসলামের বোন আশরিফা আহমদ ঘটনাস্থলে আসেন। তিনি প্রথম আলোকে বলেন, ফজিলাতুন নেসার স্বামী নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক। পরিবার নিয়ে পাহাড় দেখতে বান্দরবানে বেড়াতে যাচ্ছিলেন তিনি। বেড়াতে যাওয়ার পথেই স্বামী-সন্তানের সামনে দুর্ঘটনায় তাঁর প্রাণহানি হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার সার্জেন্ট ওয়াসিম আরাফাত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, নিহত নারীর লাশ আইনি–প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। লেগুনা ও বাসের চালককে আটক করা সম্ভব হয়নি।