রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে প্রায় ৩০ দোকান পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটেছে।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তারা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বৃহত্তর মুসলিম ব্লক বাজারের একটি কাপড়ের দোকানে আগুন লাগে। এতে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ৩০টি কাঁচা দোকান ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

জানা যায়, উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নেভাতে বিজিবি, পুলিশ ও স্থানীয় লোকজনদের যথেষ্ট বেগ পেতে হয়। প্রায়  দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, মুসলিম ব্লক বাজারে আগুনে ২৭ থেকে ৩০টির মতো দোকানঘর পুড়ে গেছে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অথবা কাপড় ইস্ত্রির দোকান থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে।

প্রসঙ্গত, উপজেলাটিতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন লাগলে নেভানোয় বেগ পেতে হয়। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছে। ২০১৮ সালে ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ৭ বছরেও নির্মাণ কাজ শুরু করা যায়নি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আগ ন

এছাড়াও পড়ুন:

আরও দুই মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর,

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই মামলার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২১ মে) দুপুরে আইভীর ভার্চুয়াল উপস্থিতিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলীর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।


এদিকে আইভীর বিরুদ্ধে অপর একটি মামলায় ৭ দিনের রিমান্ড ও  জামিন আবেদনের শুনানি আগামী ২৭ মে ধার্য্য করেছে আদালত। 


কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার তুহিন হত্যা ও নাদিম হত্যাচেষ্টা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন করেছিলেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আরেকটি মামলায় পুলিশ রিমান্ড আবেদন করেছিলেন। আদালত সেটা পরবর্তী তারিখে শুনানির দিন ধার্য করেছেন।

 

আদালতে আইভীর পক্ষে জামিন শুনানিতে অংশ নেয়া আইনজীবী আওলাদ হোসেন বলেন, সাবেক মেয়র আইভীর পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানির (ফৌজদারি বিবিধ মোকদ্দমা) আবেদন করলে ২৭ মে ধার্য তারিখ নির্ধারণ করেন আদালত। একটি মামলায় আগামী ২৫ মে ভার্চুয়ালি রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। দুটি মামলায় জামিন আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করেছেন।

 

এর আগে জুলাই অভ্যত্থানে সিদ্ধিরগঞ্জে নিহত পোষাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় গত ৯ মে ভোরে সাবেক মেয়র আইভীকে শহরের দেওভোগ চুনকা কুটির থেকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে ১২ মে নারায়ণগঞ্জের একটি আদালতে আইভীর জামিন আবেদন করা হয়েছিল। ওই সময় আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করেছিলেন। পরে আইভীকে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা ও নাদিম হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
 

সম্পর্কিত নিবন্ধ