ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে নকল ওষুধ বিক্রি, গ্রেপ্তার ১
Published: 23rd, May 2025 GMT
ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে নকল ওষুধ ও স্বাস্থ্য সাপ্লিমেন্ট বিক্রির সঙ্গে জড়িত অভিযোগে রাজু মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার একটি বাসায় এ অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ফেসবুক পেজে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বিদেশি ব্র্যান্ডের নামে নকল ‘অর্গানিক মাখা পাউডার’, ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ‘গ্যাসট্রিক ক্লিয়ার’ এবং ডায়াবেটিস রোগীদের জন্য ‘ডায়াকোর্স’ নামে ওষুধ তৈরি ও বিক্রি করে আসছিল। এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে পূর্ব শেওড়াপাড়ার বাসায় অভিযান চালিয়ে রাজু মিয়াকে গ্রেপ্তার করে ডিবি।
উদ্ধার নকল পণ্যের মধ্যে রয়েছে– ১১৩ প্যাকেট নকল ‘অর্গানিক মাখা পাউডার’, ৯৫ প্যাকেট নকল ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ১৫টি প্লাস্টিকের কৌটায় নকল ‘গ্যাসট্রিক ক্লিয়ার’, ২০টি নকল ‘ডায়াকোর্স’, ২৫টি খালি প্লাস্টিকের কৌটা (‘ডায়াকোর্স’ লেখা), ৪০টি ‘গ্যাসট্রিক ক্লিয়ার’, ৪০টি ‘ডায়াকোর্স’ লেবেল, একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল স্কেল।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
লস অ্যাঞ্জেলেস মাতাবেন ঢাকার তারকারা
‘প্রবাসে থেকেও হৃদয়ে বাংলাদেশ’ এই অনুভব নিয়ে আগামী ১৯ ও ২০ জুলাই লস অ্যাঞ্জেলেসের ‘লিটল বাংলাদেশ’ এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাঙালিদের প্রাণের উৎসব ‘আনন্দ মেলা’।
দুই দিনব্যাপী উৎসব হয়ে উঠবে গান, নাচ, সংস্কৃতি আর বাঙালিয়ানার মহামিলন মেলা। প্রতি বছরের মতো এবারও মেলার বিশেষ আকর্ষণ— ঢাকা থেকে আসা একঝাঁক তারকা। পারফর্ম করবেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, গায়ক আর্নিক, আবু নাঈম, ইচ্ছা, নায়ক জায়েদ খান, অভিনেত্রী পারসা ইভানা, মৌসুমী মৌ, নীল হুরে জাহান এবং নৃত্যশিল্পী আলিফ।
প্রথমবারের মতো আনন্দ মেলায় গান গাইবেন প্রীতম হাসান। এ বিষয়ে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের নানা প্রবাসী আয়োজনে গাইছি, আনন্দ মেলাও তার মধ্যে অন্যতম। এটা শুধু কনসার্ট না, বরং একটা আত্মার উৎসব।”
আনন্দ মেলার আয়োজক মুহাম্মদ আলী বলেন, “এটি একটি নন-প্রফিট আয়োজন। প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি সবচেয়ে বড় মিলন মেলা। দেশীয় শিল্পীদের সরব অংশগ্রহণ এবার উৎসবের আবেদন আরও বাড়াবে।”
মেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী ও প্রেসিডেন্ট শরীফ হাসিবুল জানান, এই আয়োজন শুধু বিনোদনের নয়, এটি প্রবাসীদের মধ্যে আত্মিক বন্ধনের প্রতীক।
প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি উৎসবে অংশ নেবেন লেক প্যারিস সিটির মেয়র মাইকেল ভার্গা এবং লস অ্যাঞ্জেলেস সিটির কাউন্সিলর হেদার হার্ট সহ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
ঢাকা/রাহাত//