রূপগঞ্জে হত্যা মামলার আসামি ইয়াবা নাজমুল গ্রেপ্তার
Published: 24th, May 2025 GMT
রূপগঞ্জে হত্যাসহ প্রায় ডজন খানেক মামলার আসামি নাজমুল ওরফে ইয়াবা নাজমুলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) ভোর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় নাজমুলের সঙ্গে থাকা একটি রামদা ও বল্লম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নাজমুল নাওড়া এলাকার আহামুদুল্লাহর ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলি জানান, ২০২৪ সালের ৬ জুন নাওড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে দ্বীন ইসলাম হত্যা মামলার আসামি নাজমুল।
একই সালের ১০ ফেব্রুয়ারি নাওড়া এলাকায় ২০-২৫ জন সন্ত্রাসী নাওর এলাকায় গুলি বর্ষন হামলা ভাঙচুর লুটপাট ও গুলিবিদ্ধসহ আহত ঘটনার নাওর এলাকার আবুল হোসেনের স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
ওই মামলার আসামীও ইয়াবা নাজমুল। এছাড়া ২৬ মার্চ নাওড়া এলাকায় মুস্তাফিজুর রহমানের বাড়িতে ককটেল বিস্ফোরণ ভাঙচুর লুটপাট ও কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলার আসামি নাজমুল।
নাজমুল ওরফে ইয়াবা নাজমুল এর বিরুদ্ধে হত্যা, মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে প্রায় দুজন খানেক মামলা রয়েছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। পুলিশ মামলাগুলো খতিয়ে দেখছেন। দীর্ঘদিন ধরে নাজমুল পলাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা থেকে শনিবার ভোরে রূপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় নাজমুলের সঙ্গে থাকা একটি রামদা ও বল্লম উদ্ধার করা হয়। দুপুরে আসামি নাজমুলকে দশদিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে