ডান দিকে ঝাঁপিয়ে সাই কিশোরের তোলা ক্যাচটি নিলেন মহেন্দ্র সিং ধোনি। তাতেই ম্যাচের সমাপ্তি। ক্রিকেটে ধোনি-যুগের সমাপ্তিও কি!

আহমেদাবাদে আজ ধোনি ওই ক্যাচটি নিতেই শেষ হয়েছে এ মৌসুমে চেন্নাই সুপার কিংসের পথ চলা। আগামী মৌসুমে ধোনি আইপিএলে ফিরবেন কি না কে জানে! ম্যাচ শেষে ধোনি বলেছেন চার-পাঁচ মাস পরে সিদ্ধান্ত নেবেন পরের মৌসুমেই খেলবেন কি না। যদি আর না খেলেন, তবে এটাই হয়ে থাকবে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের শেষ আইপিএল ম্যাচ।

গুজরাট টাইটানসকে ৮৩ রানে হারিয়েই মৌসুমটা শেষ করল আগেই বাদ পড়া নিশ্চিত হওয়া চেন্নাই। ১৪তম ম্যাচে পাওয়া চতুর্থ এই জয়ও অবশ্য চেন্নাইকে দশে দশ হওয়া থেকে বাঁচাতে পারেনি।

তবে চেন্নাই গুজরাট টাইটানসের সরাসরি কোয়ালিফায়ারে খেলার পথটা কঠিন করে দিয়েছে। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করল গুজরাট। আপাতত পয়েন্ট তালিকার শীর্ষেই আছে দলটি। তবে মুম্বাই, পাঞ্জাব ও বেঙ্গালুরুর সম্ভাবনা আছে গুজরাটকে পেছনে ফেলার।

বিস্তারিত আসছে.

..

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খাদ্য ও পানীয় ব্যবসায় বিশ্বের সেরা ১০ ধনী

রয়টার্স

সম্পর্কিত নিবন্ধ