বাংলাদেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ঈদ মেগা ক্যাম্পেইনে ঘণ্টায় ঘণ্টায় উপহার বুঝে পেতে শুরু করেছেন বিজয়ীরা।

সম্প্রতি নগদের প্রধান কার্যালয়ে এরকম ১৮ জন বিজয়ীর হাতে ফ্রিজ, স্মার্ট টিভি, স্মার্টফোনের মতো পুরস্কার তুলে দেয় কর্তৃপক্ষ।

‘নগদে জিতুন’ থিমে নগদের এই ঈদুল আজহা ক্যাম্পেইনে গ্রাহকেরা প্রতি ঘণ্টায় ডিপ ফ্রিজ, এসিসহ দামি দামি সব উপহার জিততে পারছেন। নগদ অ্যাপ বা *১৬৭# ডায়াল করে মাত্র ৫০০ টাকার পেমেন্ট অথবা ১০০ টাকা মোবাইল রিচার্জ করে এই সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা। এছাড়া আছে অসংখ্য প্রতিষ্ঠানের আউটলেটে কেনাকাটায় ক্যাশব্যাক বা ক্যাশ ছাড়ের অফার।

আরো পড়ুন:

নগদে দেওয়া যাবে গাইবান্ধার ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি

কনটেন্ট ক্রিয়েশন কোর্স চালুর জন্য বিইউপি-নগদ চুক্তি সই

এই ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহকেরা অফলাইন পেমেন্ট, অনলাইন পেমেন্ট, বিল পেমেন্টসহ যেকোনো পেমেন্ট করতে পারেন। প্রতি ঘণ্টায় একজন গ্রাহক মোটরবাইক, স্মার্ট টিভি, ফ্রিজ, এসি, আইফোন, স্মার্টফোন, স্মার্টওয়াচ এবং এয়ারফোন জিততে পারছেন।

নগদে পেমেন্ট করে ডিপ ফ্রিজ বিজয়ী শিক্ষার্থী সারা মেহরিন জুহিন উপহার হাতে পেয়ে বলেন, “আমি আমার বিশ্ববিদ্যালয়ে বন্ধু ও জুনিয়রদের কাছে নগদের এই ক্যাম্পেইন সম্পর্কে জানতে পারি। আমিও এরপর থেকে নগদ ব্যবহার করে কয়েকবার রিচার্জ করেছি এবং পেমেন্ট করেছি। আর তারপর থেকে মাঝে মাঝেই নগদে জিতুন ট্যাবে ক্লিক করতাম। হঠাৎ দেখি আমি একটি ডিপ ফ্রিজ জিতেছি। খুবই ভালো লাগছে যে, এই ঈদের আগে নগদের কারণে এতো সুন্দর একটা উপহার পেলাম।”

এছাড়া নগদের প্রধান কার্যালয়ে মোহাম্মদ মোমতাজ উদ্দীন জিতেছেন একটি স্মার্ট টিভি, ফজলে এলাহী, তারেক নূর ও মেহেরুন্নেছা জিতেছেন একটি করে স্মার্টফোন এবং বিষ্ণু সরকার আকাশ, সোহেল রানা, রবিউল, মুরাদ শিকদার, শামীমা ইসলাম ও শাহরিয়ার মিলন জিতেছেন একটি করে ফ্রিজ। এর বাইরে অন্যান্য উপহার বিজয়ীদের ঠিকানায় কোরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে।

ঈদুল আজহার আগ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন, প্রতি ঘণ্টায় এমন আকর্ষণীয় আরো অনেক উপহার জেতার সুযোগ পাবেন গ্রাহকেরা। সহজ সেবা ও কম খরচের কারণে দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবায় পরিণত হয়েছে নগদ। বর্তমান সময়ে স্বচ্ছতা ও গ্রাহকের আস্থা নিশ্চিত করার মাধ্যমে প্রতিদিন গ্রাহক প্রিয় হচ্ছে নগদ।

ঢাকা/সাজ্জাদ/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর নগদ ক য ম প ইন গ র হক র ন গ র হক নগদ র উপহ র

এছাড়াও পড়ুন:

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নির্দেশনা মাউশির, কে কত টাকা পাবেন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে কোন গ্রেডের শিক্ষকেরা বিশেষ সুবিধা পাবেন বা বিশেষ সুবিধা বাবদ কত শতাংশ হারে টাকা পাবেন, তা জানানো হয়েছে।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫

গতকাল বুধবার মাউশির অফিস আদেশে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব (ওপরের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এ ছাড়া গ্রেড-১০ থেকে তদনিম্ন (নিচের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে, তবে ১ হাজার ৫০০ টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এই গ্রেডের শিক্ষকেরা ‘বিশেষ সুবিধা’র ক্ষেত্রে কেউই ১ হাজার ৫০০ টাকার কম পাবেন না।

আরও পড়ুনআমেরিকার ফুলব্রাইট বৃত্তি: আবেদনের সময় বৃদ্ধি, প্রয়োজন টোয়েফলে ৮০ কিংবা আইইএলটিএসে ৭৫ ঘণ্টা আগে

দেশে এখন ২২ হাজার ১৭৪টি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৬০৮ জনের মতো।

সম্পর্কিত নিবন্ধ