‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীরা। দাবি আদায়ে প্রয়োজনে এই আন্দোলন সারা দেশে সরকারি দপ্তরে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেই আজ মঙ্গলবার সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন কর্মচারীরা। আজ তাঁরা টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আজ দুপুর একটা পর্যন্ত সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের অনুমোদন দেওয়া হয়নি। কর্মচারীদের আজকের বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার পর দুপুর একটার পর সাংবাদিকদের সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে অনুমোদন দেওয়া হয়।

এরপর সচিবালয়ের ভেতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্দোলনকারীদের একজন নেতা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মুহা.

নুরুল ইসলাম।

কর্মসূচি চলাকালীন সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নুরুল ইসলাম। তিনি বলেন, এটা মত প্রকাশের অধিকারের লঙ্ঘন।

আন্দোলনের বিষয়ে নুরুল ইসলাম বলেন, আজকে তাঁদের পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মসূচি পালিত হয়েছে।

নুরুল ইসলাম বলেন, যতক্ষণ না পর্যন্ত এই অধ্যাদেশ বাতিল না করা হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করার কোনো সুযোগ নেই। বরং ভবিষ্যতে তা আরও তীব্র হবে।

আজকে একটি আলোচনা হওয়ার কথা আছে বলে জানান নুরুল ইসলাম। তিনি বলেন, আজকে যদি কোনো ভালো সংবাদ না পাওয়া যায়, তাহলে এই আন্দোলন চলবে, তা সারা দেশে ছড়িয়ে পড়বে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র ল ইসল ম

এছাড়াও পড়ুন:

কর্কশিট বক্সের অন্য রকম ব্যবসা

২ / ৯মাছ বাজার থেকে সংগ্রহ করা শোলার বক্স। প্রতিটি সংগ্রহ করা হয়েছে ৩০ টাকায়।

সম্পর্কিত নিবন্ধ