যুক্তরাজ্যের চেস্টার সিটির ডেপুটি মেয়র থেকে লর্ড মেয়র নির্বাচিত হয়েছেন বিশ্বনাথের মেয়ে শিরিন আক্তার। তিনি ৮০৮তম এবং প্রথম বাংলাদেশি নারী লর্ড মেয়র নির্বাচিত হলেন।
বাংলাদেশি বংশোদ্ভূত শিরিন আক্তার বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের শাহ হুশিয়ার উল্লাহ ও পারভীন আক্তার দম্পতির দ্বিতীয় মেয়ে। গত শুক্রবার তাঁকে ডেপুটি মেয়র থেকে লর্ড মেয়র নির্বাচিত করা হয়। এতে বাঙালি কমিউনিটির পাশাপাশি নিজ গ্রাম উত্তর ধর্মদা ও তাঁর আত্মীয়স্বজনের মাঝে আনন্দের বন্যা বইছে।
এর আগে ২০২৩ সালের ৪ মে সিটির স্থানীয় নির্বাচনে লেবার পার্টি থেকে প্রথম বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হন শিরিন আক্তার। এক বছরের মাথায় ২০২৪ সালের ১৯ মে তাঁকে চেস্টার সিটির ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়। তাঁর এক বছরের মাথায় এবার লর্ড মেয়র হলেন শিরিন। এরই মধ্যে শপথ নিয়ে দায়িত্বও গ্রহণ করেছেন তিনি।
শিরিন আক্তারের জন্ম যুক্তরাজ্যে হলেও ছোটবেলায় তিনি বিশ্বনাথ থানার বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর পড়ালেখা করেছেন। পরে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে তিনি চেস্টার সিটির বাসিন্দা ও ব্যবসায়ী সুন্দর আলী রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দাম্পত্য জীবনে শিরিন দুই সন্তানের জননী। সংসার পরিচালনার পাশাপাশি সোশ্যাল ওয়ার্কে মনোনিবেশ করা শিরিন আক্তার মানবিক নিবেদনের অনন্য প্রতিদান পেলেন সিটির গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্ব পেয়ে।
এ বিষয়ে লর্ড মেয়র শিরিন আক্তারের বাবা শাহ হুশিয়ার উল্লাহ বলেন, মেয়ের সাফল্যে তিনি ও তাঁর পরিবার আনন্দিত। শিরিন আক্তারের কর্মকাণ্ডে বিশ্বব্যাপী বাংলাদেশ গর্বিত হবে, এমনটাই প্রত্যাশা তাঁর। তিনি মেয়ের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
শিরিন আক্তারের চাচা বাবুল উল্লাহ বলেন, শিরিন আক্তার লর্ড মেয়র নির্বাচিত হওয়ায় শুধু তাদের পরিবারেরই সুনাম বাড়ছে না, যুক্তরাজ্যে বাংলাদেশ ও সিলেটের গর্বিত ইতিহাস রচনা হয়েছে এর মধ্য দিয়ে।
শিরিন আক্তারের এমন অর্জনে বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার সমকালকে জানান, এমন সুখবরে তারা আপ্লুত। বিশ্বনাথের নাম বিশ্বের বুকে তুলে ধরেছেন শিরিন। এলাকাবাসীর পক্ষ থেকে তিনি শিরিন আক্তারকে শুভেচ্ছা জানান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব শ বন থ

এছাড়াও পড়ুন:

বিএনপির আস্থায় দুই বেয়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।

গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ