পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান তাঁর দলের নেতা–কর্মীদের ‘দেশব্যাপী একটি বড় আন্দোলনের’ জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীর বোন আলিমা খান, গত সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কেন্দ্রীয় কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আলিমা জানান, ইমরান খান বলেছেন, তিনি জনগণকে ইসলামাবাদে ডাকেননি। পিটিআই প্রতিষ্ঠাতা বলেছেন, এই আন্দোলন পাকিস্তানজুড়ে শুরু হবে।

তবে পিটিআইয়ের আন্দোলনের নির্দিষ্ট কোনো তারিখ জানাননি আলিমা খান। তিনি জানান, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা তিনটি প্রধান বার্তা দিয়েছেন।

আলিমা বলেন, গত আট মাসে ইমরান খান তাঁর সন্তানদের সঙ্গে মাত্র একবার কথা বলার সুযোগ পেয়েছেন। তিনি অভিযোগ করেন, তাঁরা বই পাঠানোর চেষ্টা করলেও কারা কর্তৃপক্ষ তা আটকে দিয়েছে।

৭১ বছর বয়সী সাবেক ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে তাঁকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। এরপর থেকে দুর্নীতি ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। বেশ কিছু মামলায় সাজাও হয়েছে তাঁর

ইমরান খানের শারীরিক অবস্থা সম্পর্কে এক প্রশ্নের উত্তরে আলিমা খান বলেন, ইমরান খানকে তাঁর ব্যক্তিগত চিকিৎসক দিয়ে পরীক্ষা করার অনুমতি দেওয়া হচ্ছে না। ইমরান খানকে উদ্ধৃত করে তাঁর বোন বলেন, ‘যারা দ্বিচারিতা করে, দলের মধ্যে তাদের কোনো জায়গা নেই। আমাকে আজীবন কারাগারে রাখা হলেও আমি মাথা নত করব না।’

ইমরান খান আন্দোলনের প্রস্তুতির কথা বললেও বর্তমান সরকারের সঙ্গে পিটিআই একটি আলোচনার উদ্যোগ শুরুর চেষ্টা করছে বলেও জানা গেছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইমর ন খ ন

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনারগাঁয়ে খেলার বল আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে হাবিবুর ও জুনায়েদ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৮মে) দুপুরে উপজেলার কাচঁপুরের বেহাকৈর এলাকায় এঘটনায় ঘটে। তারা ওই এলাকার বাদশা মিয়ার ছেলে জুনায়েদ ও হানিফার ছেলে হাবিবুর।

স্থানীয়রা জানান, বাড়ি’র পাশে একটি খালি জায়গায় শিশু দুটি ফুটবল খেলা করছিলো। এসময় জায়গার পাশে থাকা পুকুরের পানিতে বলটি পড়ে যায়।

প্রথমে জুনায়েদ পানিতে নেমে বলটি আনতে গেলে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় তাকে বাঁচাতে গেলে হাবিবুর সাঁতার না জানায় দুইজনই পানিতে ডুবে যায়।

পরে দুইজনের মরদেহ পুকুরে ভেসে উঠলে বাড়ির পাশের এক নারী দেখে তার চিৎকারে স্থানীয় এসে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

সম্পর্কিত নিবন্ধ