পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান তাঁর দলের নেতা–কর্মীদের ‘দেশব্যাপী একটি বড় আন্দোলনের’ জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীর বোন আলিমা খান, গত সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কেন্দ্রীয় কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আলিমা জানান, ইমরান খান বলেছেন, তিনি জনগণকে ইসলামাবাদে ডাকেননি। পিটিআই প্রতিষ্ঠাতা বলেছেন, এই আন্দোলন পাকিস্তানজুড়ে শুরু হবে।
তবে পিটিআইয়ের আন্দোলনের নির্দিষ্ট কোনো তারিখ জানাননি আলিমা খান। তিনি জানান, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা তিনটি প্রধান বার্তা দিয়েছেন।
আলিমা বলেন, গত আট মাসে ইমরান খান তাঁর সন্তানদের সঙ্গে মাত্র একবার কথা বলার সুযোগ পেয়েছেন। তিনি অভিযোগ করেন, তাঁরা বই পাঠানোর চেষ্টা করলেও কারা কর্তৃপক্ষ তা আটকে দিয়েছে।
৭১ বছর বয়সী সাবেক ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে তাঁকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। এরপর থেকে দুর্নীতি ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। বেশ কিছু মামলায় সাজাও হয়েছে তাঁর
ইমরান খানের শারীরিক অবস্থা সম্পর্কে এক প্রশ্নের উত্তরে আলিমা খান বলেন, ইমরান খানকে তাঁর ব্যক্তিগত চিকিৎসক দিয়ে পরীক্ষা করার অনুমতি দেওয়া হচ্ছে না। ইমরান খানকে উদ্ধৃত করে তাঁর বোন বলেন, ‘যারা দ্বিচারিতা করে, দলের মধ্যে তাদের কোনো জায়গা নেই। আমাকে আজীবন কারাগারে রাখা হলেও আমি মাথা নত করব না।’
ইমরান খান আন্দোলনের প্রস্তুতির কথা বললেও বর্তমান সরকারের সঙ্গে পিটিআই একটি আলোচনার উদ্যোগ শুরুর চেষ্টা করছে বলেও জানা গেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইমর ন খ ন
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।